X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় নৌকার পথসভায় বোমা হামলা, আহত ২০

বরগুনা প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১০:১৪আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১০:৩৮

বামনায় নৌকার পথসভায় বোমা হামলা বরগুনার বামনায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইতুল ইসলাম লিটু মৃধার নির্বাচনি পথসভায় বোমা হামলায় অন্তত ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত পৌনে আটটার দিকে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তেলিভারানি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পরিচয় জানা গেছে, ইউনুচ (৪৫), মো. আবদুর রশিদ পহলান (৫৮), মো. রিয়াজুল (২৫), মো. রশিদ (৪৫), কেশব দাস (৫৫), মো. হানিফ খলিফা (৪৫), মো. নুরুল ইসলাম দফাদার (৫৫)। এদের মধ্যে রিয়াজুল ও হানিফ খলিফা গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান উল্লাহ বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে দুজনের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী সাইতুল ইসলাম লিটু মৃধা জানান, ‘বুকাবুনিয়া ইউনিয়নে পথসভায় যোগ দিতে রাত পৌনে ৮টার দিকে তেলিভারানি বাজারে পৌঁছাই। এসময় পথসভায় লোকে লোকারণ্য হয়ে জনসভায় পরিণত হয়। বক্তব্য চলাকালীন সময় পাশ্ববর্তী আমুয়া খালের অপর প্রান্ত থেকে একদল দুর্বৃত্ত পথসভাকে লক্ষ্য করে পর পর তিনটি হাত বোমা নিক্ষেপ করে। এতে বোমার আঘাতে সাত জন আহত হয় এবং বোমার শব্দে উপস্থিত জনতা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে আরও কমপক্ষে ২০ জন কর্মী সমর্থক আহত হয়।’

তিনি আরও বলেন, ‘নৌকার পথসভায় জনতার ঢল থেকে আমার প্রতিপক্ষ দোয়াত কলমের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান মামুন ঈর্ষান্বিত হয়ে জামাত শিবিরের সঙ্গে আঁতাত করে এ ঘটনা ঘটাতে পারে।  আমি বিষয়টি মৌখিকভাবে নির্বাচন কর্মকর্তাসহ পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের জানিয়েছি। তারা যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মানজুরুর রব মুর্তজা আহসান মামুন এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। হামলার ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই।’

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে তিনটি ছোট পটকা জাতীয় বস্তু ইদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
ফুটপাত দখলকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ