X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল রাব্বির

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
২৯ মার্চ ২০১৯, ২২:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২৩:৪৩

আমির হোসেন রাব্বি শবে বরাতের ছুটিতে বাড়িতে আসার কথা ছিল আমির হোসেন রাব্বির (৩০)। কিন্তু, তা আর হয়নি। ঢাকার বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় তিনি মারা গেছেন।

শুক্রবার (২৯ মার্চ) সকাল পৌনে ১০টায় রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের বাতাস। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যান।

রাব্বির স্বজনরা জানান, আগামী শবে বরাতের ছুটিতে বাড়ি আসার কথা ছিল তার। বাড়িতে পাকা ঘর করার জন্য ইটের স্তূপ করে রাখা হয়েছে। ২০১৪ সালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স শেষ করে তিনি ঢাকার ইকু লাইন বায়িং হাউজে কর্মজীবন শুরু করেন।  আমির হোসেন আইয়ুব হোসেন ও রত্না খাতুনের একমাত্র ছেলে। তার দুই বোন রয়েছে।

খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় থাকতেন রাব্বি।

পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, প্রশাসনের পক্ষ থেকে সাঁথিয়ার ইউএনওকে সেখানে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা নামাজে জানাজা শেষে তাকে চরপাড়া কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যালের মর্গে রাব্বির বন্ধু গিয়াস উদ্দিন তার মরদেহ শনাক্ত করেন। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।

আরও পড়ুন: 

আমাকে মাফ করে দিও!

লালমনিরহাটে আবিরের দাফন সম্পন্ন

এখন কে বলবে, মা তুমি ওষুধ খেয়েছো?

ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

এফ আর টাওয়ারে নিহত চাঁদপুরের তিনজনের দাফন সম্পন্ন

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা