X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সাড়ে ৪ লাখ মানুষের জন্য ১৩ হাজার খাবারের প্যাকেট

বরিশাল প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১৫:৩৫আপডেট : ০৪ মে ২০১৯, ১৫:৫৪

`ফণী`র প্রভাবে কলাপাড়ায় ঝড়ো বাতাস (ছবি: ফোকাস বাংলা) ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে নদীর পানি উপচে বরিশালের উজিরপুরের সাতলা-বাঁগধা এলাকার বেড়িবাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব এলাকার মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিভাগের ১ হাজার ৮৩৬টি আশ্রয় কেন্দ্রে শুক্রবার রাত পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তাদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১৩ হাজার শুকনা খাবার প্যাকেট। আশ্রয়কেন্দ্র ছাড়াও আরও সাড়ে তিন লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্নিঝড় ফণীর প্রভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিতকরণ সভায় জানানো হয়, বরিশালে শুক্রবার থেকেই রাতভর দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার রাত আড়াইটার দিকে বরিশালের ওপর দিয়ে বয়ে যাওয়া দমকা ও ঝড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৭৬ কিলোমিটার।  গত ২৪ ঘণ্টায় বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ‘ফণী’র প্রভাবে সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় টানা তৃতীয় দিনের মতো শনিবারও বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। `ফণী`র প্রভাবে কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ার (ছবি: ফোকাস বাংলা)

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালসহ সারাদেশে শনিবার তৃতীয় দিনের মতো সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।’

বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস জানিয়েছেন, ‘শুক্রবার রাতে উপকূলীয় এলাকার ওপর বয়ে যাওয়া ঝড়ের সময় বরগুনার পাথরঘাটায় গাছ চাপা পড়ে দুইজন এবং ভোলা সদরে একজন নিহত হয়েছেন। নিহত প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে অর্থ সহায়তায় দেওয়া হয়েছে। তবে বরিশালের ওপর দিয়ে বিপদ প্রায় কেটে গেছে এবং ক্রমেই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ২ হাজার ৩শ’ মেট্রিক টন চাল এবং নগদ ৩৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে।’

প্রায় সাড়ে চার লাখ লোকের জন্য ১৩ হাজার খাবার প্যাকেট পর্যাপ্ত কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'পর্যায়ক্রমে খাবারের প্যাকেট বাড়িয়ে দেওয়া হবে। কোনও সংকট হবে না। ' 
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, ‘দমকা ও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিতে বরিশাল জেলার ১০ উপজেলায় ৯ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ১ হাজার ঘরবাড়ি এবং বহু গালপালা উপড়ে পড়েছে। এছাড়া ৬৫ কিলোমিটার কাঁচা সড়ক এবং ২০ মিটার পরিমাণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুন- 

‘ফণী’র আঘাত: সারাদেশে নিহত ১৬

পাঁচ শতাধিক ঘরবাড়ি ভেঙেছে ‘ফণী’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সারাদেশে ঝড়ো হাওয়া-বৃষ্টি অব্যাহত, নিম্নচাপে পরিণত হবে ফণী

সাধারণ ঝড়ে পরিণত হয়েছে ‘ফণী’

‘ফণী’ এখন বাংলাদেশে

দুর্বল হয়ে পড়ছে ফণী, কমেছে গতিবেগও

আশ্রয়কেন্দ্রে সাড়ে ১২ লাখ মানুষ

‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: সজীব ওয়াজেদ জয়

প্রস্তুতি এমন যে একটি প্রাণহানিও ঘটবে না: ত্রাণ প্রতিমন্ত্রী

'ফণী' মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা

‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

 
/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো