X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

'ফণী' মোকাবিলায় সচিবালয় ও ১৯ জেলায় সব সরকারি অফিস খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ১১:৫৮আপডেট : ০৩ মে ২০১৯, ১২:৪৯

বাংলাদেশ সচিবালয় ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সাপ্তাহিক ছুটি বাতিল করে আজ শুক্রবার (৩ মে) সচিবালয় খোলা রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং  নৌ পরিবহন মন্ত্রণালয়সহ দুর্যোগ মোকাবিলা সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় আজ খোলা রাখা হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে ঝুঁকিতে থাকা ১৯ জেলায় এসব মন্ত্রণালয়ের অধিনস্ত সব অফিস খোলা রাখা হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।  

‘ফণী’র কারণে এই সপ্তাহে শুক্র ও শনি সপ্তাহিক ছুটি বাতিল করে সচিবালয় খোলা রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব বিভাগ- অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের একটি করে উইং জরুরি ভিত্তিতে খোলা রাখা হয়েছে।

ইতোমধ্যে অফিস শুরু করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ শুক্রবার বেলা ১২টায় দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করবেন প্রতিমন্ত্রী। ‘ফণী’র সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।    

এদিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিজের সংসদীয় এলাকা দিনাজপুরে অবস্থান করছেন। ঘুর্ণিঝড় `ফণী`

‘ফণী’র প্রভাব সার্বক্ষণিকভাবে জানতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে আওতায় বিআইডব্লিউটিএ’র কন্ট্রোল রুম খোলা হয়েছে। নৌ মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব জায়গায় নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

‘ফণী’র কারণে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর এই ১৯ জেলায় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব অফিস খোলা রাখা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের ছটি বাতিল করে ওয়ার্ক স্টেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে তার দফতর থেকে এই ১৯ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩ মে) সারা দিনই থেমে থেমে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মধ্যরাতের দিকে ‘ফণী’ উপকূলীয় এলাকা দিয়ে প্রবেশ করে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ঘূর্ণিঝড়ের সতকবার্তায় জানানো হয়েছে।

আরও পড়ুন- 

 

‘ফণী’ আঘাত হানতে পারে মধ্যরাতে

ঘূর্ণিঝড়: কোন সংকেতের কী অর্থ

১০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় ‘ফণী’

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘ফণী’

‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি

‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!