X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

রাজ’কীয় ছবির প্রথম ঝলক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ২১:০০আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২১:০০

রাজ-দের সিনেমা এটি। কারণ একসঙ্গে এত রাজের সমন্বয় এর আগে কোনও ঢালিউড ছবিতে হয়েছে কিনা, বলা মুশকিল। এই ছবির নির্মাতা রাজ, অভিনেতা রাজ, এমনকি চিত্রগ্রাহকও রাজ! রাজ’কীয় ছবিটির নাম ‘ওমর’। নির্মাণে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সোমবার (২৫ মার্চ) প্রকাশ্যে এলো এর প্রথম ঝলক।

দেড় মিনিটের এই ঝলকে ছবির কিছু টুকরো অংশ তুলে ধরা হয়েছে। তাতে আঁচ করা যায়, এই ছবিতে প্রেম-ভালোবাসা যেমন আছে, তেমনি থাকছে অপরাধ-রহস্যের মোড়। গল্প সম্পর্কে তেমন কোনও আভাস পাওয়া যায়নি টিজারে। তবু দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে। এছাড়া ছবিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রয়েছে আধুনিকতার ছাপ। যা বাড়তি আকর্ষণ তৈরি করছে দর্শকের মনে।

তবে টিজারটির আরেকটি দিক দর্শকের ভূয়সী প্রশংসা পাচ্ছে। তা হলো গানের অংশ। ‘নয়নের মণি’ শিরোনামের সেই গান গেয়েছেন আরফিন রুমি। অন্তর্জালে টিজারের কমেন্ট বক্সে অধিকাংশ মন্তব্যই সেই গানকে কেন্দ্র করে।

‘ওমর’র আরেকটি দৃশ্য সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে। এছাড়া বিশেষ চমক হিসেবে থাকছেন কলকাতার দর্শনা বণিক। মাস্টার কমিউনিকেশনস প্রযোজিত ছবিটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

উল্লেখ্য, এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’, ‘যদি একদিন’ ছবিগুলো। এছাড়া নাটকে তার বর্ণিল, সাফল্যময় ক্যারিয়ার তো রয়েছেই।

‘ওমর’ ঝলক:

/কেআই/
সম্পর্কিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
বিনোদন বিভাগের সর্বশেষ
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ঢাকাই নির্বাক ছবির মস্কো জয়, যেমনটা বললেন নির্মাতা
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু