X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ২০:০৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:০৪

নাটক কিংবা সিরিজের সবচেয়ে কাঙ্ক্ষিত অভিনেত্রী এখন মেহজাবীন চৌধুরী। যদিও দুটো অধ্যায় থেকে সম্প্রতি খানিক সরিয়ে রেখেছেন নিজেকে। যার রেশ মিলছে তাকে ঘিরে নির্মিতব্য সিনেমা থেকে। এর মধ্যে গত ২১ ফেব্রুয়ারি ঘটা করে ঘোষণা দিয়েছিলেন তার প্রথম ছবি ‘সাবা’র কথা। না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভেবে নয়, ১৪ বছর আগে এই দিনেই মেহজাবীনের জন্ম হয় টিভি অভিনয়ে।

এবার খোদ নিজের জন্মদিনেই (১৯ এপ্রিল) ঘোষণা দিলেন আরেকটি ছবির। নাম ‘প্রিয় মালতী’। এটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ঘটা করে এই ছবির ঘোষণা দেওয়া হয়, প্রকাশ করা হয় ফার্স্টলুক। যেখানে দেখা মিলে নাটকের চিরাচরিত চরিত্রাভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। অর্থাৎ সিনেমা মানেই যে নায়িকাসুলভ গ্ল্যামারাস অবতারে হাজির হচ্ছেন, তা নয়। নির্মাতা ও দুই প্রযোজকের মাঝে মেহজাবীন চৌধুরী

ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। তার মানে এই নয়, ছবিটি মুক্তি পাচ্ছে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে। সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন, এটি প্রেক্ষাগৃহের পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। মেহজাবীনকে নিয়ে দেন মজার কিছু তথ্য। তিশা বলেন, ‘মেহজাবীন তার জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অভিনেত্রী। সে নিজেকে দুর্দান্তভাবে প্রস্তুত করেছেন সিনেমার জন্য।’
 
এরপর মঞ্চে আসেন আশফাক নিপুণ ও এলিটা করিম দম্পতি। তারাও জানান মেহজাবীনকে নিয়ে মজার কিছু তথ্য। আশফাক নিপুণ বলনে, ‘মেহজাবীন অভিনয়ে নিজেকে যেভাবে গড়েছেন সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

ফ্রেম পার সেকেন্ড-এর প্রযোজক আদনান আল রাজীব বলেন, ‘‘প্রডিউসিং কাজটা আমার জন্য একটু ভিন্ন। প্রথমত, পুরো বিশ্বে প্রডিউসিং মানে শুধু টাকা বিনিয়োগ না। এটা আসলে ক্রিয়েটিভের সাথে থাকা, টিজি কারা হবে, গল্পটা কেমন হবে, সিনেমা মুক্তি নিয়ে কাজ করা। এটা পুরো একটা প্রক্রিয়া। আমি এই প্রক্রিয়াটার সাথেই থাকতে চেয়েছি। আর দ্বিতীয়ত, ‘প্রিয় মালতী’-এর গল্পটা একদম ইউনিক। এই গল্পটা শঙ্খ (পরিচালক) যখন আমাদের সাথে শেয়ার করেন তখনই সবাই পছন্দ করি। এমন গল্প আমরা কখনও দেখিনি আগে। সেই সাথে মেহজাবীন এই সিনেমার সাথে যুক্ত হওয়াতে এই সিনেমায় অন্য একটা মাত্রা যোগ হয়েছে।’’

অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরী চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই সিনেমার সাথে থাকতে পারাটা আমার জন্য খুব ইমোশনের। প্রতিটি সিনেমা স্পেশাল। কাছের মানুষজন নিয়ে একটা সিনেমা নির্মাণ করার আনন্দটা ভাষার প্রকাশ করার না। গুণী পরিচালক, গুণী অভিনেত্রীসহ দুর্দান্ত একটা টিম এই সিনেমার সাথে যুক্ত হয়েছে। সিনেমা হলে দর্শকের কাছ পর্যন্ত পৌঁছানোটা এখন আমাদের অপেক্ষা।’

পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ফিল্ম মেকিংটা আমার কাছে সবসময় কষ্টের কাজ মনে হয়। তবে ‘প্রিয় মালতী’ আমার জন্য একদম সহজ করে দিয়েছে দুই প্রযোজক। আমি শুধু নির্মাণ ও গল্প নিয়েই ভেবেছি। সেই সাথে যাদের কাস্ট হিসেবে চিন্তা করেছি তাদের পেয়েছি। মেহজাবীনের মতো অভিনেত্রীকে ডিরেক্ট করতে পারাটাও আনন্দের। এই সিনেমার ক্যামেরার সামনে-পেছনে যারাই কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

একটি রিয়েলিটি শো-এর মধ্য দিয়ে বিনোদন জগতে সূচনা করেছিলেন আজকের মেহজাবীন চৌধুরী। প্রায় ১৫ বছরের ক্যারিয়ারে পেয়েছে অসংখ্য দর্শকের ভালোবাসা। পেয়েছেন কাজের নানা স্বীকৃতি। কাজ দিয়ে দর্শকদের কখনও হাসিয়েছেন কখনও ভাসিয়েছেন দুঃখের সাগরে। তবে মানুষের মনে ধীরে ধীরে নিজের স্থান যে পোক্ত করেছেন, তা মেহজাবীনের বর্তমান পরিস্থিতি দেখলেই আন্দাজ করা যায়।

মঞ্চের সামনে সংশ্লিষ্টদের সঙ্গে অতিথি ও সাংবাদিকরা চরকিতে ‘রেডরাম’ সিনেমাটি দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। তিনি নিজেই বেশ এক্সাইটেড তার প্রথম প্রেক্ষাগৃহের জন্য নির্মিত ‘প্রিয় মালতী’কে নিয়ে। তিনি বলেন, ‘জন্মদিনে সিনেমার ঘোষণা আমার জন্য খুব স্পেশাল। এই সিনেমায় দর্শক ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবেন। এমন একটা টিমের সাথে কাজ করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।’
 
মেহজাবীন ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। নির্মাতা জানান, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শুটিং। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য। মুক্তি চলতি বছরেই।

আরও: 

নাটকে ১৪ বছর পেরিয়ে সিনেমায় পা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
নতুন রেকর্ডে আরও উঁচুতে ‘বড় ছেলে’
তুমুল নেচেছেন মেহজাবীন!
তুমুল নেচেছেন মেহজাবীন!
বেইলি রোড ট্র্যাজেডি: শোকাচ্ছন্ন তারকারা যা বলছেন
বেইলি রোড ট্র্যাজেডি: শোকাচ্ছন্ন তারকারা যা বলছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’