X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাকিবকে ছুঁলেন মাহি, অপেক্ষায় পরী!

বিনোদন ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১৩:১০আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১২:০৪

শাকিব ও মাহি কিং খান শাকিব আর অগ্নিকন্যা মাহি। সফলতার শেষ বিচারে ঢালিউডে এখনও এ দু’জনই সেরা। যদিও দু’জনে মিলে একবারই জুটি বেঁধেছেন পিএ কাজলের ‘ভালোবাসা আজকাল’ ছবিতে।

তবে নতুন খবর হলো সাম্প্রতিক সময়ে জাজ থেকে বেরিয়ে মাহি খানিক ব্যাকফুটে থাকলেও ঢালিউড শাসক শাকিবকে এবার রেকর্ড বিচারে ছুঁয়ে ফেলেছেন। না, টেবিল কালেকশনে নয় সেটা শুধু ইউটিউবে।
গত সপ্তাহের ঘটনা। শাকিবের গান ‘দিল দিল দিল’ ইউটিউবে নতুন রেকর্ড করে। চলচ্চিত্রের কোনও গান হিসেবে প্রথমবারের মতো ১ কোটিবার ভিউ তুলতে সক্ষম হয়। সে পথেই শাকিবের পিছু নিয়েছিল মাহি অভিনীত ‘অগ্নি-২’ ছবির গান ‌‘ম্যাজিক মামনি’। এই গান দিয়ে রবিবার (২ এপ্রিল) সকাল নাগাদ কোটির ঘরে পা ফেলে দিয়েছেন মাহিয়া মাহি, ছুঁয়ে দিলেন শাকিব খানকে।

অন্যদিকে একই রেকর্ডের উপর শ্বাস ফেলছেন ঢালিউডের আরেক আলোচিত নায়িকা পরীমনিও। তার সিনেমা ‘রক্ত’র গান ‘ডানা কাটা পরী’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২ এপ্রিল) ৯৬ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে।

আশা করা হচ্ছে, আজ-কালের মধ্যে চলচ্চিত্রের গান হিসেবে মাহির পর পরীমনিও ছুঁয়ে দিবেন শাকিব খানকে।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পরীমনি। মূলত গানটিতে নেচেছেন তিনিই।

গত বছরের ৬ আগস্ট অনলাইনে প্রকাশ করা হয় ‘ডানা কাটা পরী’।  ভারতীয় সংগীতশিল্পী কনিকা কাপুর গানটিতে কণ্ঠ দিয়েছেন। সুর ও সংগীত করেছেন আকাশ।

একই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি ‘অগ্নি-২’। এতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মাহি। এটি ২০১৫ সালের জুনে প্রকাশিত হয়। এটিও ভারতের শিল্পী-সুরে গড়া। গানটি গেয়েছেন নেহা কাক্কার, কথা রিদ্ধি ও সংগীতে ছিলেন স্যাভি।
এদিকে, ‘দিল দিল দিল’ শাকিব ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির গান। গেল বছর ৪ সেপ্টেম্বর অন্তর্জালে মুক্ত হয় সংগীত পরিচালক শওকত আলী ইমনের এই গানটি। কবির বকুলের কথায় যাতে কণ্ঠ দিয়েছেন ইমরান; সহশিল্পী কণা। গানটির বর্তমান ভিউ ১ কোটি ৮ লাখেরও বেশি।

/এমআই/এমএম/

সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা