X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এই কাজটা বেঁচে থাকবে: তাহসান

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১২:৫৪আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:৫৬

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তাহসান লম্বা ক্যারিয়ারে তাহসান খান বহুমাত্রিক কাজের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। গান ও শিক্ষকতার বাইরেও তিনি টিভি নাটক-বিজ্ঞাপনের সফল একজন অভিনেতা। এই সফলতার ধারাবাহিকতা এবার গড়াচ্ছে রুপালি পর্দায়ও। তারই আভাস মিলেছে তাহসানের কণ্ঠে।
সচরাচর তিনি যেমনটা বলেন না, এবার ভরা মজলিসে দ্ব্যর্থহীন কণ্ঠে সেটাই বললেন, ‘আমরা যারা শিল্পী, তারা অনেক রকমের কাজ করি। করতে হয়। এরমধ্যে কিছু কাজ বেঁচে থাকে, কিছু কাজ হারিয়ে যায়। এবার যে কাজটি করেছি সেটি সম্পর্কে আগাম এটুকুই বলতে চাই, এই কাজটা বেঁচে থাকবে।’
২৬ জুন রাতে রাজধানীর তেজগাঁওস্থ আরটিভির নিজস্ব স্টুডিওতে আয়োজিত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির তারকা সম্মিলন অনুষ্ঠানে এমনটাই বলেন তাহসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শ্রাবন্তী তিনি আরও বলেন, ‘আমার জীবনে যদি একটা সিনেমাই করি সেটা এটাই হওয়ার কথা ছিল। আমি প্রতিজ্ঞা করছি, আমরা আপনাদের এমন একটি কাজ উপহার দিতে যাচ্ছি, যা সারা জীবন মনে থাকবে সবার।’
২৫ জুন শুটিং শেষ হওয়া ‘যদি একদিন’ ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, অস্ট্রেলিয়া প্রবাসী তাসকিন রহমান, সাবেরী আলম, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।
এই তারকা সম্মিলনে প্রারম্ভিক বক্তব্য রাখেন চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক ও আরটিভি’র অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ফারুক, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ, আইফ্লিক্স-এর কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম এবং চলচ্চিত্রটির শিল্পী-কুশলীরা। এতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কণা, ইমরান, কোনাল, পড়শী, সংগীত পরিচালক নাভেদ পারভেজ, গীতিকার জনি হকসহ সংশ্লিষ্ট অনেকেই।
মঞ্চে ‘যদি একদিন’ সংশ্লিষ্টরা শুভেচ্ছা বক্তব্যে শ্রাবন্তী বলেন, ‘বেশ ভালো লাগছে। বাংলাদেশে আমার প্রথম ছবি এটি। এই ছবিটা আমার খুবই কাছের একটা ছবি। ছবির গল্প এত সুন্দর যে আমার কাছে মনে হয় গল্পই এই ছবির হিরো। পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো একটা ছবি।’
সমাপনী বক্তব্য রাখেন চলচ্চিত্রটির প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, “ভালো গল্পের ছবি হলে তা দেখার দর্শক আছে। আমি গর্বিত আমাদের নির্মাতা ও কলাকুশলীদের জন্য। তারা অনেকেই ভালো কাজের সুযোগ পান না, তবে সুযোগ পেলে অনেক ভালো কাজ করতে পারেন। আমাদের সবাইকে একসঙ্গে চলচ্চিত্র উন্নয়নে কাজ করতে হবে। আমি অনেক আশাবাদী। ‘যদি একদিন’-এর গল্প যেদিন প্রথম শুনেছি, আমার মনে হয়েছে এটি একটি ভালো ছবি হবে।”
এরপর চলচ্চিত্রটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন পরিচালক ও কাহিনিকার মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
জানা গেছে, সম্প্রতি শুটিং শেষ হওয়া ‘যদি একদিন’ ছবিটি আসছে ঈদে মুক্তির প্রস্তুতি চলছে। ‘যদি একদিন’ চলচ্চিত্রের একটি দৃশ্যে তাহসান ও শ্রাবন্তী

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’