X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সজলের আবৃত্তির প্রেমে ফারিয়া!

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০০

সজল ও শবনম ফারিয়া কলেজের এক কবিতা পাঠের আসরে সজলের আবৃত্তি শোনেন শবনম ফারিয়া। এরপর থেকে তার আবৃত্তির প্রেমে পড়ে গেছেন তিনি। ‘সে আসে ফিরে ফিরে’ নামের একটি নাটকে দেখা যাবে এই গল্প। সম্প্রতি এর শুটিং হয়েছে।

গল্পে সজলের চরিত্রের নাম সীমান্ত। আর শবনম ফারিয়ার নাম নিশুতি। সীমান্তের আবৃত্তি শোনার পর থেকে তার প্রতি ভালোলাগা তৈরি হয় নিশুতির মধ্যে। বহুদিন পর হঠাৎ দু’জনের পরিচয় হয়। একজনের দরাজ কণ্ঠের আবৃত্তি আর অন্যজনের তা শোনার মোহ, এই দুইয়ের সমন্বয়ে তা রূপ নেয় প্রেমে।

সজল ও শবনম ফারিয়া যে প্রেম জাত, কূল, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার। একজনের জন্য অন্যের সারারাত অপেক্ষা, অন্যজনের চুরি করে মনের মানুষের বাড়িতে আসা, সারারাত পেরিয়ে সূর্যোদয় পর্যন্ত কবিতার প্রহরে দু’জনের একসঙ্গে ভেসে বেড়ানোর মতো পাগলামি চলতে থাকে। কিন্তু একসময় থেমে যায় সব। স্মৃতির আঙিনায় রয়ে যায় তাদের গল্প।

সজল ও শবনম ফারিয়া ‘সে আসে ফিরে ফিরে’র কাহিনী লিখেছেন আরাফাত সেতু, চিত্রনাট্য ও পরিচালনায় পৃথুরাজ। শনিবার (২ ফেব্রুযারি) রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’