X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘যদি একদিন’: ট্রেলারজুড়ে সম্পর্কের ধাঁধা!

বিনোদন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৫

ছবির প্রধান তিন চরিত্র: তাহসান-শ্রাবন্তী, রাইসা ও তাসকিন-শ্রাবন্তী পোস্টার, টিজার ও দুই গানের প্রশংসা পেরিয়ে আজ (১৪ ফেব্রুয়ারি), ভালোবাসার সন্ধ্যায় উন্মুক্ত হলো তাহসান-শ্রাবন্তীর প্রথম পূর্ণদৈর্ঘ্য পর্দা রসায়নের আড়াই মিনিট।
যার পুরোটাজুড়ে রয়েছে নির্মাতা বুনেছেন নানামাত্রিক সম্পর্কের ধাঁধা।
মুহাম্মদ মোস্তফা কামালের ৫ নম্বর ছবি ‘যদি একদিন’-এর ট্রেলারটি দেখলে যে কেউ পড়ে যাবেন ধাঁধায়। কে প্রেমিক, কে বাবা, কে প্রেমিকা, কে মা, কে নায়ক, কে ভিলেন- মনে জমবে এমন অসংখ্য প্রশ্ন।
৮ মার্চ, বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচিত এই ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। তার আগেই ট্রেলারটি প্রকাশের মধ্য দিয়ে তৈরি হলো ব্যাপক দর্শক আগ্রহ।
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ভাষ্য এমন, ‘‘জয়া নিবেদিত ‘যদি একদিন’ সিনেমার ট্রেলার মুক্তি দিলাম। জানি, আমাকে ভালোবাসার মানুষ আছেন অনেক। আমি আসলে সবাইকে ভালোবাসতে চাই। ভালোবাসা পেতে চাই। তাই প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব আর বন্ধনকে মিশিয়ে এই ছবিটা সাজিয়েছি। তাহসান ভাই, শ্রাবন্তী আপু, বন্ধু তাসকিন, প্রিয় রাইসাসহ ‘যদি একদিন’-এর পুরো টিমকে ধন্যবাদ জানাই। সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। ছবিটি ৮ মার্চ মুক্তি পাচ্ছে। আশাকরি দর্শকদের হাততালি পাবো। তবেই আমাদের শ্রম সার্থক হবে।’’
সদ্য প্রকাশিত ট্রেলার:

এদিকে ‘যদি একদিন’ হচ্ছে সংগীতশিল্পী তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র। অন্যদিকে বাংলাদেশের একক সিনেমায় কলকাতার শ্রাবন্তীর এটাই প্রথম কাজ। ছবিটি সম্পর্কে দুজনের ভাষ্যই একই, ‘এখানে একটি সুন্দর গল্প আছে। আমরা বলছি গল্পই এই ছবির নায়ক-নায়িকা। একটা পরিবারের গল্প। এছাড়া প্রেম-গান-বিরহ সবই থাকছে। ছবিটি সবার ভালো লাগবে আশা করছি।’
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান, শ্রাবন্তী, রাইসা, তাসকিন ছাড়াও অভিনয় করছেন সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।
‘যদি একদিন’ এর প্রকাশিত গান:

অসংখ্য নাটকের পাশাপাশি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’ (জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম), ‘ছায়া-ছবি’ (আরিফিন শুভ ও পূর্ণিমা- মুক্তি প্রতীক্ষিত), ‘তারকাঁটা’ (মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম) এবং সর্বশেষ ‘সম্রাট’ (শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত)।

/এস/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা