behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

নওশাবার ডাবল হ্যাটট্রিক

ওয়ালিউল মুক্তা১৯:০৫, জানুয়ারি ০৬, ২০১৬

নওশাবা.
প্রথম প্রশ্নটাই ছিল, এ বছর কি আপনার? উল্টো নওশাবাই বেশ চমকে দিলেন। বললেন, ‘না, এ বছরটি সবার।’
বিতং করে বললেন বিষয়টি। ‘সবার সমর্থনই এতগুলো কাজ একসঙ্গে করতে পারছি। সবাই আমার পাশে না থাকলে, এটা হতো না। আর এ কাজগুলো কিন্তু দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। গত একটা বছর আমার কেটেছে শুধুই অডিশন দিতে। এমন হয়েছে, একটা ছবির জন্য পাঁচবার অডিশনে দিয়েছি। আর অন্যগুলোতে তো এ বিষয়টি ছিলই।’
নওশাবার এখন কাজ করছেন আধা ডজন ছবিতে। ইতোমধ্যে দুটি ছবির কাজ শেষের দিকে। হাতে যুক্ত হয়েছে আর চারটি ছবি। চলতি বছরেই সব ছবি ‍মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী’তে সোনাই, প্রসূণ রহমানের ‘ঢাকা ড্রিম’-এ বিধবা, ফকরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’তে ফটোগ্রাফার ও দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসেবে দেখা যাবে তাকে। এছাড়া গত বছরে কাজ করা খিজির হায়াত খানের ‘প্রতিরুদ্ধ’ ও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবির কাজ শেষ পর্যায়ে।

নিজের চরিত্রগুলো নিয়ে নওশাবা বললেন, ‘‘আমার প্রথম ছবি ‘উধাও’। এতে আমি একজন যৌনকর্মী ছিলাম। এরপর বহু ছবিতে অভিনয়ের প্রস্তাবও পাই। কিন্তু চরিত্রের জন্যই কাজগুলো করা হয়নি। নতুন ছবিগুলোর কোনও চরিত্রের সঙ্গে কোনওটির মিল নেই। অনেকেই ভাবছেন, এত কাজ কেন একসঙ্গে? এটা আসলে পরীক্ষার পড়া জমে যাওয়ার মতো! আসলে এগুলোর কথা অনেক আগে থেকে চলছিল। সবগুলোর সিডিউল চলতি বছরে এসে ঠেকেছে।’’
জানালেন, ‘আলগা নোঙর’ ও ‘প্রতিরুদ্ধ’ শিগগিরই মুক্তি পাবে। আর ধারাবাহিকভাবে অন্য ছবিগুলোর কাজ করে যাবেন।
ছবি: সাজ্জাদ হোসেন
/এম/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ