Vision  ad on bangla Tribune

মিউজিক ভিডিওতে দেখুন স্পর্শিয়াকে

বিনোদন রিপোর্ট১৩:৩৪, ফেব্রুয়ারি ০৫, ২০১৬

স্পর্শিয়া বেলাল ও ঝিলিকগত কোরবানি ঈদে প্রকাশিত ‘প্রেমকাব্য’ অ্যালবামে ‘তোরই মাঝে’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী বেলাল খান ও ঝিলিক। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেন বেলাল। আর সংগীত করেন রেজওয়ান। গানটি এরইমধ্যে বেশ ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এটির ভিডিও তৈরি করা হলো। এতে মডেল হিসেবে যুক্ত হয়েছেন স্পর্শিয়া। ছেলে মডেল হিসেবে আছেন সুজন।
অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক জানায়, গানের এ ভিডিওটি আজ শুক্রবার প্রকাশ করা হলো ইউটিউবে। এখন থেকে এটি নিয়মিত সম্প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলেও।
গানটি নিয়ে এর সুর-সংগীত পরিচালক ও গায়ক বেলাল বলেন, এটি প্রকাশের পর বেশ ভালো কথাবার্তা আমার কানে এসেছে। তাই ভিডিও তৈরি করা। আশা করছি, ভিডিও প্রকাশের পর গানটি শ্রোতা-দর্শকরা আরও বেশি পছন্দ করবে।’

/এমআই/এম/

লাইভ

টপ