X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৪, ২১:২৯আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২১:২৯

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলি চালালে আরও অনেকেই আহত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর গুলি করার দৃশ্য বর্ণনা করে গাজার কর্মকর্তারা ও সাধারণ মানুষ জানিয়েছেন, বুধবার দক্ষিণ গাজা সিটির কুয়েত চত্বরে ত্রাণের জন্য ছুটে যাচ্ছিলেন গাজাবাসীরা। ঠিক তখনই তাদের ওপর গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যান ছয়জন ক্ষুধার্ত ফিলিস্তিনি।

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করার বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রভাব তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার ২৩ লাখ মানুষের মধ্যে প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। তারা সবাই বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছেন। দিগ্বিদিক খাদ্য খুজঁছেন তারা। খাদ্য সংগ্রহ করতেই তাদের মরতে হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২৯ ফেব্রুয়ারি গাজা সিটিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১০০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই মৃত্যুর জন্য ভীড়কে দায়ী করে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, গুলিতে নয়, পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়েছে। 

এদিকে, ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বোমা হামলার তীব্রতা উল্লেখ করে দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের সাধারণ মানুষ জানিয়েছেন, লাখ লাখ মানুষ আশ্রয় নেওয়া এই এলাকায় আকাশ ও স্থল পথে ধারাবাহিকভাবে বোমা হামলা করেছে ইসরায়েলি সেনারা।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি হতাহতের সংখ্যা তুলে ধরে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টা বা একদিনে ৬৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় আহত হয়েছেন আরও ১১০ জন।

ছয় মাসে গড়ানো ইসরায়েলি আগ্রাসনের ওপর সতর্কতা জারি করে জাতিসংঘ জানিয়েছে, গাজার পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। গাজায় আরও বেশি ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ বাড়ছে।

এদিকে, গাজায় সহায়তা সরবরাহের বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করছে ইসরায়েল। তারা ত্রাণ প্রবেশে বিলম্বের জন্য সহযোগিতা সংস্থাগুলোর গড়িমসিকে দায়ী করছে। তারা আরও অভিযোগ করে বলেছে, হামাস ত্রাণ সহায়তা সরিয়ে নিচ্ছে। কিন্তু ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করে হামাস বলেছে, গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। 

সাইপ্রাস থেকে ত্রাণ সহায়তা বহনকারী একটি জাহাজ গাজার দিকে আসছে। আশা করা হচ্ছে, এটি গাজার উপকূলে মার্কিন সামরিক অস্থায়ী বন্দর ব্যবহার করবে। জাহাজটি দিনে ২০ লাখ প্যাকেট খাবার বিতরণ করতে পারবে।

ত্রাণবাহী জাহাজকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি ও জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, সমুদ্র পথে ত্রাণ সহায়তা সরবরাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে পাঠানোর বিকল্প নয়।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৬০তম দিন। এখন পর্যন্ত ৩১ হাজার ৩৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ হাজার ১৩৪ জন। অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ