X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে নিহত জঙ্গিদের তালিকায় ১৩ ভারতীয়

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ২০:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:৩৮
image

এমওএবি বোমা আফগানিস্তানে মার্কিন এমওএবি বোমার হামলায় ১৩ ভারতীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানভিত্তিক সংবাদ সংস্থা টোলো। এদিকে হিন্দুস্থান টাইমস-এর এক খবর বলছে, হামলায় নিহত ১৩ আইএস কমান্ডারের মধ্যে দুইজন ভারতীয়।

গত সপ্তাহে নাঙ্গাহার প্রদেশের অচিন জেলায় মার্কিন সেনাবাহিনী ওই হামলা চালায়। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছে, ওই হামলায় ১৩ ভারতীয় নিহতের কোনও তথ্য তাদের কাছে নেই।

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত বছর আইএস-নিয়ন্ত্রিত এলাকায় বসবাসের জন্য ভারতের কেরালা থেকে ২১ জন নারী-পুরুষ-শিশু ইরান হয়ে আফগানিস্তানে গিয়েছিলেন। খোরাসানের আইএস ঘাঁটিতে তাদের বসবাস। ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মার্কিন এমওএবি হামলায় ওই ২১ জনের মধ্যে ১৩ জন নিহত হয়েছে।

ওই এনআইএ কর্মকর্তা –ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, মার্কিন অভিযানের আগেই কেরালা থেকে আইএস ঘাঁটিতে যাওয়া ২১ জনের মধ্যে দু’জন- মোহাম্মদ হাফিজউদ্দিনএবং মোর্শেদ মোহাম্মদ আগেই ড্রোন হামলায় নিহত হন। দুই মাস ধরে এনআইএ ওই বিষয়টি তদন্ত করছে।

এ ব্যাপারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইলে মুখপাত্র গোপাল বাগলে বলেন, ‘আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ১৩ ভারতীয় নিহতের খবর দেখেছি। তবে আফগান কর্তৃপক্ষ আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ১৩ এপ্রিল যে বোমাটি নিক্ষেপ করা হয় সেটিকে জিবিইউ-৪৩ বলা হয়। এই বোমাটিকে ‘মাদার অব অল বম্বস’ মনে করা হয়। পারমাণবিক বোমার পর এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা। ওই হামলার পর ১৮ এপ্রিল এ ঘটনায় নিহতদের জাতীয়তা সম্পর্কে জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিশ। জার্মান সংবাদমাধ্যম ডিপিএ ইন্টারন্যাশনাল এবং রেডিও আজাদি তার বরাতে জানান, হামলায় নিহত জঙ্গিদের অধিকাংশই পাকিস্তান, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের।

/বিএ/

সম্পর্কিত
নির্বাচনি প্রচারে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
কেন কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির বিজেপি?
সর্বশেষ খবর
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র