X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
গুলশান হামলায় নিহত ২০ জনের পরিচয় মিলেছে

৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ২১:৫৭আপডেট : ০২ জুলাই ২০১৬, ২৩:২৯

গুলশান হামলায় নিহত ২০ জনের নাগরিকত্ব ও পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি।  বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়। বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর), নিহতদের  পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট দূতাবাস এসব তথ্য নিশ্চিত করেছে। তবে নিহতদের জাতীয়তা নিশ্চিত করলেও নাম-পরিচয় নিশ্চিত করেনি আইএসপিআর।

এদিকে, নিহত ১৩ জনের পরিচয় পাওয়া গেলেও রাত ১১টা পর্যন্ত জাপানি ৭ জনের নাম ঠিকানা জানাতে পারেনি দেশটির দূতাবাস।

গুলশানে অ্যাম্বুলেন্স

এদিকে বাংলা ট্রিবিউনকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান। তিনিও জানান, নিহতদের মধ্যে ছিলেন ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, একজন ভারতীয়, একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি  এবং বাকি দু’জন বাংলাদেশি। পরে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে নিহতদের মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢাকা ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত তিন বাংলাদেশির মধ্যে রয়েছেন ফারাজ আইয়াজ হোসেন, তিনি এসকায়েফ-এর সিইও সিমীন হোসেনের ছেলে এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শামীম লতিফুর রহমানের নাতি। পরিবারের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত অন্য বাংলাদেশি হচ্ছেন ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস (আইএসি)-এর শিক্ষার্থী ইশরাত আকন্দ। সহপাঠীরা  তার পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত অপর আমেরিকা প্রবাসী বাংলাদেশি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী অবিন্তা কবীর। তিনি এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদের কন্যা। পরিবারের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। অবিন্তা যুক্তরাষ্ট্রের মিয়ামিতে থাকতেন। তিনি ঈদ উপলক্ষে বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে ভারতীয় নাগরিক তারিশি জৈনের (১৯) পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত তারিশি’র বাবার নাম সঞ্জীব জৈন। তিনি ঢাকার আমেরিকান স্কুলের শিক্ষার্থী ছিলেন।

নিহত ৯ ইতালীয় নাগরিক হলেন আদেলে পুগলিসি, মারকো তোন্দা, ক্লদিয়া মারিয়া ডি’আন্তোনা, নাদিয়া বেনেদেত্তি, ভিনসেঞ্জো ডি’আলেস্ত্রো, মারিয়া রিভোলি, ক্রিস্তিয়ান রসি, ক্লদিয়া কাপেলি এবং সিমোনা মন্তি। শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জিন্তিলোনি ঢাকায় নিহতদের মরদেহ শনাক্ত করেছেন। বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, জাপান সরকারের পদস্থ কর্মকর্তারা নিহতদের মধ্যে সাত জাপানি রয়েছেন বলে নিশ্চিত করলেও তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

উল্লেখ্য, এ হামলা ও উদ্ধার অভিযানের ঘটনায় ২০ বিদেশিসহ মোট ২৮ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন কে জঙ্গি হিসেবে শনাক্ত করেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বাকি দু’জন হচ্ছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।  

/এসএ/জেএ/টিএন/

আরও পড়ুন:

গুলশানে হামলা: ২০ বিদেশিকে গলা কেটে হত্যা

‘রাতে নবজাতককে নিয়ে খাটের নিচে ছিলাম’

শুক্রবার রাতে কমপক্ষে ৫০ জন ছিলেন হলি আর্টিজান বেকারিতে

গুলশান হামলা দেশি-বিদেশি চক্রান্ত: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও ঘনিষ্ট হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
আরও ঘনিষ্ট হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ