X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১৮:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২০:৪৬

বদরুল আলম

হাতে চাপাতি, মুখে প্রেমের প্রস্তাব! এই ছিল নার্গিসের সঙ্গে বদরুলের শেষ বোঝাপড়া। এমন প্রস্তাবে সায় না দেওয়াতেই সোমবার এমসি কলেজ ক্যাম্পাসের পুকুর পাড়ের সামনে নার্গিসকে প্রকাশ্যে উপর্যুপরি কোপাতে থাকে সে।

বুধবার সিলেটের অতিরিক্ত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট উম্মে সরাবান তহুরার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করেছে ছাত্রলীগ নেতা বদরুল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এই ছাত্রলীগ নেতার এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে নিন্দার ঝড়। তার শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সিলেট।

জবানবন্দিতে বদরুল জানিয়েছে, বেশ কয়েক বছর আগে নার্গিসদের গ্রামের বাড়ি আউশা গ্রামে লজিং ছিল সে। ওই সময় নার্গিসকে কিছুদিন পড়িয়েছে। তখনই সে নার্গিসকে প্রেমের প্রস্তাব দিলে সে বিষয়টি বাড়িতে জানিয়ে দেয়। সে কারণে তাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

সেই থেকে তাকে প্রেমের প্রস্তাবের নামে নিয়মিত উত্যক্ত করতো সে। কিন্তু নার্গিসের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সে নগরীর আম্বরখানা থেকে আড়াইশ’ টাকা দিয়ে একটি চাপাতি কেনে।

বদরুল জানায়, ‘সোমবার এমসি কলেজের ক্যাম্পাসে গিয়েছিলাম নার্গিসের সঙ্গে শেষ বোঝাপড়া করতে। সঙ্গে চাপাতি নিয়ে গিয়েছিলাম। সেদিনও মুখোমুখি হতে চাইলে সে এড়িয়ে যায়। এরপর রাগ করে কোমরে থাকা চাপাতি দিয়ে বান্ধবীদের সামনেই নার্গিসকে কোপাতে থাকি।’

আদালতে জবানবন্দি শেষ হওয়ার কোর্ট ইন্সপেক্টর মফিজুর রহমান জানিয়েছেন, ‘আদালতের কাছে সব কিছু স্বীকার করেছে বদরুল। জেদের কারণেই সে নার্গিসকে কুপিয়েছে বলে আদালতে জানায়। তিনি বলেন, আদালত জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

নার্গিসকে চাপাতি দিয়ে কোপাচ্ছে বদরুল

সিলেট মহানগর পুলিশের (দক্ষিণ) এডিসি বাসুদেব বণিক জানিয়েছেন, ‘এ ঘটনায় ন্যায় বিচারের স্বার্থে গুরুত্ব সহকারে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে পুলিশ।’

উল্লেখ্য, সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে নার্গিসকে কোপানোর পরপরই স্থানীয়রা ধাওয়া করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমকে আটক করে। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গণধোলাইয়ের কারণে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয় তাকে। বুধবার সকালে হাসপাতাল থেকে তাকে শাহপরান থানায় নিয়ে আসা হয়।। সেখানে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করে বদরুল।পরে বিকালে তাকে সিলেট মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে আসা হয়। এখানে ১৬৪ ধারায় তার জবানবন্দি গ্রহণ করা হয়।

এদিকে, এ ঘটনার পরপরই নার্গিসকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সেখানে দীর্ঘ সময় ধরে জটিল অপারেশনের পর নার্গিসকে রাখা হয়েছে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে।

এদিকে, নার্গিসের ওপর নৃশংস হামলার কারণে তাকে শাবিপ্রবি থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্কয়ার হাসপাতালে নার্গিসকে দেখতে এসে জানান, ‘বদরুল ছাত্রলীগের কেউ নয়।’ অন্যদিকে এ ঘটনায় বদরুলকে আইনের হাতে তুলে দিয়ে তাকে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

/টিএন/

আরও পড়ুন: 

আদালতে দায় স্বীকার: নার্গিসকে কোপাতে আড়াইশ’ টাকায় চাপাতি কেনে বদরুল  

মেয়েটি ফিরে আসুক

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় নার্গিস

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্ট

‘চাপাতি বদরুল’ এর শাস্তির দাবিতে উত্তাল সিলেট

বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ চলছে

ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা

চাপাতি উদ্ধার, ছাত্রলীগ নেতা বদরুল পুলিশ হেফাজতে

নার্গিসকে হত্যাচেষ্টাকারীর বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নার্গিসের জন্য প্রার্থনা আর বদরুলের জন্য ঘৃণা 

‘বদরুল ছাত্রলীগের কেউ নয়’

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদনির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
বিদায়ের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘মোস্তাফিজকে মিস করেছি’
বিদায়ের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘মোস্তাফিজকে মিস করেছি’
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক