X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

শাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৮:৫৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৯:২২

নার্গিসকে হত্যাচেষ্টার ঘটনায় বিক্ষোভরত শিক্ষার্থীরা

সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টার উদ্দেশ্যে নৃংশসভাবে কোপানোর ঘটনায় সিলেটে নানা মহলের বিক্ষোভ চলছে। সিলেট সরকারী মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বায়ক ফজিলাতুন্নেসা বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। আমাদের মা বাবা আমাদেরকে স্কুল কলেজে পাঠান আসলেই কি সেখানে আমরা নিরাপদ? কোপানোর সংস্কৃতি আজ কলেজে ঢুকে গেছে। আর কত খাদিজা মরলে আমরা নিরাপত্তা পাব?

খাদিজার সহপাঠীরা ছাড়াও সদর উপজেলার টুকেরবাজার তেমুখীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে নগরীর চৌহাট্টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে নার্গিসের সহপাঠীরা। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় তাদের হাতে বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেই সঙ্গে বদরুলের ফাঁসির দেওয়ার স্লোগানও শোনা যায়। এসময় সর্বেস্তরের মানুষ তাদের সঙ্গে একত্মতা পোষণ করে।

খাদিজার সহপাঠীরা রাস্তা অবরোধ করলে চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘন্টাব্যাপী সড়কে অবস্থানের পর কলেজের শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে যায়। একই দাবিতে জেলা প্রসাশক বরাবর স্মারকলিপিও দেয় শিক্ষার্থীরা।

আগামীকাল বৃহস্পতিবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আহ্বান জানান ফজিলাতুন্নেসা।

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রকাশ্য দিবালোকে একটা ক্যাম্পাসে এই ধরনের হামলা বর্বরতম। এমন ঘটনা মেনে নেওয়া যায় না। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পুলিশি প্রহরায় বদরুল

এদিকে, সিলেটের টুকের বাজারে দুপুরে ‘সদর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন আওয়ামী লীগ-বিএনপির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র নামধারী বখাটে নরপশু বদরুল আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা মনে করেন, বদরুলকে সর্বোচ্চ শাস্তি দিলে ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটবে না বলে মন্তব্য করেন তারা।

মানববন্ধনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রেখে গেছেন।

/এইচকে/

পড়ুন: ‘চাপাতি বদরুলের’ ঘটনায় শাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন