X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ ব্যাংকে আগুন

আরও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ অর্থ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ০২:৪০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০৬:১৩

বাংলাদেশের ব্যাংকের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম এর কক্ষে আগুন

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিস ও ব্যাংকের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠনের পরও মন্ত্রণালয় থেকে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সুপারিশ করবেন বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ঘটনাস্থল পরিদর্শন করলেও সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে পরে ঘটনাস্থলে এসে ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) মাসুদ বিশ্বাসের কক্ষে আগুন লাগার বিষয়টি সরেজমিনে দেখে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, ঘটনার তদন্তে সরকারের পক্ষ থেকে আরও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সুপারিশ করবেন তিনি।

উল্লেখ্য, এ ঘটনা তদন্তে প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঢাকা কার্যালয়ের একজন উপ-পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে সাংবাদিকদের তা নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে কমিটি প্রধানের নাম জানাননি তিনি। এ কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর পরেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তিন সদস্যের পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। গর্ভনরের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম।তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ২৮ মার্চ।

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন (ছবি-ফোকাস বাংলা)

বাংলাদেশ ব্যাংক পরিদর্শন শেষে অর্থ প্রতিমন্ত্রী এম. এ. মান্নান সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সার্বক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ভবনে রাখার বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের সঙ্গেও কথা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। 

তিনি মনে করেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। রিজার্ভ চুরির পর তিনদিনের ছুটি ছিল, এবার আগুন লাগার পরও তিনদিনের ছুটি রয়েছে। এমন সাদৃশ্য সম্পর্কে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, “আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ‘হ্যাঁ’ বা ‘না’ বলা ঠিক হবে না। তবে আপাতত এমনটি মনে হচ্ছে না।”

বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ স্থানে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা কোনওভাবেই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কাকতালীয় হোক আর যা-ই হোক, এভাবে আগুন লাগার পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে। আমাদের আইসিটি বিভাগ, বুয়েট ও কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞদের দেখানো হবে। ঘটনা যা-ই ঘটুক, প্রকৃত ঘটনা সবাইকে জানানো হবে। এখানে ঢেকে রাখার কিছু নেই।’

সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নেভানো হয় রাত ১০টা ৩৪ মিনিটে। ফায়ার সার্ভিসের প্রায় ৭০ জন কর্মী এ আগুন নেভাতে একযোগে কাজ করেন। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

/আরজে/এসএ/টিএন/

আরও পড়ুন:

রিজার্ভ চুরি ও ব্যাংক ভবনে আগুন: আলোচনায় ‘তিন দিনের ছুটি’!

আগুন রহস্য উদঘাটনে বাংলাদেশ ব্যাংকের ৩ সদস্যের কমিটি

পুড়ে গেছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জিএম-এর কক্ষের ১০-১৫ ভাগ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন: ফায়ার সার্ভিসের ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’