X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিল ধারণের জায়গা নেই ট্রেনে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ০৯:৫৭আপডেট : ২৩ জুন ২০১৭, ০৯:৫৭

তিল ধারণের জায়গা নেই ট্রেনে! ‘রংপুর এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা সকাল সাড়ে ৯টায়। বাড়ি যাওয়ার জন্য ভোর ৬টায় কমলাপুর রেলস্টেশনে আসি পরিবারের চার সদস্যকে নিয়ে। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে উঠে পড়ি। আগেই টিকিট কাটা ছিল। এরপরও নির্দিষ্ট আসনে যায়গা পাইনি। যে যেভাবে পারছে সেভাবে উঠে বসে পড়ছে। ট্রেনে তিল ধারণের জায়গা নেই।’ ট্রেন ছেড়ে দেওয়ার আগে বাংলা ট্রিবিউনকে এই কথা বলেন ইলিয়াস হোসেন।

শুক্রবার (২৩ জুন) কমলাপুর রেলস্টেশন থেকে যতগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে তার প্রায় সবগুলোর অবস্থাই এমন। কোনওটিতেই তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। প্রতিটি আসন, বগি, ছাদে ঘরমুখো মানুষের ভিড়। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারপরও লোকজন হুড়মুড় করে ট্রেনে উঠে বসছেন। ঝুঁকি নিয়ে ট্রেনে না উঠতে স্টেশন কর্তৃপক্ষের দিক থেকেও সতর্ক করা হচ্ছে। তবে কেউই কথা শুনছেন না।

কমলাপুর রেলওয়ের স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, ‘গতকাল বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকেই যাত্রীদের চাপ খুব বেড়ে গেছে। ঈদের আগে প্রতিদিনই প্রায় ২২ হাজারের মতো যাত্রী চলাচলের টিকিট বিক্রি করা হয়েছে। তবে যাত্রীর সংখ্যা এরচেয়েও অনেক বেশি। আমাদের কোনও শিডিউল বিপর্যয় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও পর্যাপ্ত। ট্রেনগুলো যাতে যথা সময়ে আসে ও ছেড়ে যায় আমরা সেই চেষ্টা করছি। সকাল পর্যন্ত সব ট্রেনে নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। কোনও অপ্রীতিকর ঘটনা নেই।’ ট্রেনে ঈদ যাত্রা

জানা গেছে, রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ও দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুর দিকে আসা ট্রেনের শিডিউল বিপর্যয় স্বাভাবিক হয়েছে। দুই দিন শিডিউল বিপর্যয়ের পর বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময় অনুযায়ীই দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। সিতাংশু চক্রবর্তী জানান, যান্ত্রিক ত্রুটি ও রেলের সয়ংক্রিয় সংকেত ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় গত সপ্তাহে প্রায় ২০টির মতো ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যেতে ও আসতে পারেনি। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কয়েকটি ট্রেনের শিডিউল ১৫-২০ মিনিট এদিক-সেদিক হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কমলাপুর থেকে শুক্রবার সকালে ছেড়ে গেছে- তুরাগ এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ভোর সাড়ে ৪টায়, জামালপুর এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায়, ধুমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে সকাল ৬টায়, সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশে ৬টা ২০ মিনিটে, নীলসাগর এক্সপ্রেস নীলফামারীর উদ্দেশে সকাল ৮টায়, মহানগর প্রভাতী চট্টগ্রাম উদ্দেশে ৭টা ৪০ মিনিটে, রংপুর এক্সপ্রেস সকাল সাড়ে ৯টায়, অগ্নিবীনা এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে সকাল ৯টা ৪৫ মিনিটে, কর্ণফুলি সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম উদ্দেশে, মহুয়া এক্সপ্রেস সকাল সোয়া ৮টায় ময়মনসিংহের উদ্দেশে, সিন্ধু এক্সপ্রেস কিশোরগঞ্জের উদ্দেশে ৭টা ২০ মিনিটে ও তিতাস এক্সপ্রেস আখাউরার উদ্দেশে সকাল ৯টা ৫০ মিনিটে।

/এসএস/এফএস/ 

আরও পড়ুন-


ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!