X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জুমাতুল বিদার খুতবা: নিজে নিজে আনন্দ করাই ঈদ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:৪৩

বায়তুল মোকাররমে জুমার নামাজ (ছবি: বাংলা ট্রিবিউন) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শুক্রবার দেশব্যাপী জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছরের মতো আজও দেশব্যাপী মসজিদে-মসজিদে রমজানের জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জুমার খুতবায় রোজার মাসের ফজিলত, যাকাত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি পালন করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেমী। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরেও আঙিনায় মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বায়তুল মোকাররমে জুমার নামাজ (ছবি: বাংলা ট্রিবিউন)

খুতবায় মুফতি মহিউদ্দিন কাসেমী বলেন, ‘জুমার দিনটি সর্বাধিক মর্যাদাবান, রমজানে সর্বোত্তম দিবস। মহানবী (সা.) বলেছেন, যে মুসলমান রমজান মাস পেল, কিন্তু সারা বছরের গুনাহখাতা মাফ করিয়ে নিতে পারল না, তার মতো অভাগা আর নেই। আল্লাহর করুণা, ক্ষমা লাভের জন্য সর্বোত্তম সময় রমজান।’

যাকাত আদায়ের বিষয়েও খুতবায় উল্লেখ করা হয়। মুফতি মহিউদ্দিন কাসেমী বলেন, ‘শুধু নিজে নিজে আনন্দ করা মানে ঈদ নয়। আশেপাশের প্রতিবেশি, আত্মীয় স্বজনদের নিয়ে ভালোভাবে আনন্দ মানেই ঈদ। যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদের পাশে দাড়াতে হবে। জুমাতুল বিদা স্মরণ করিয়ে দেয় রমজান শেষ হতে চলেছে। রোজার ইবাদতের, ক্ষমা প্রার্থনার সময় যাচ্ছে।’

নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

/সিএ/এফএস/ 

আরও পড়ুন-


ঈদের বাসযাত্রা: দ্বিতীয় দিনে ‘দুই ঘণ্টা লেট’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ