X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান মেয়র খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৫:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:১৩

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘যেভাবেই হোক পেঁয়াজের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা যারা ব্যবসা করি তাদের কাছে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য পণ্যও রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি শুধু পেঁয়াজটা যেই দামে কিনি সেই দামেই বিক্রি করি তাহলে আল্লাহর কাছেও সওয়াব পাওয়া যাবে। আমরা অন্তত আগামী দুই সপ্তাহ এটা করি।’

সোমবার (১৮ নভেম্বর) নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দোকানে পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য আছে। আপনি সেগুলো থেকে লাভ করুন। কিন্তু পেঁয়াজ থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা করা থেকে বিরত থাকুন। আর কেউ না জানুক, আপনি তো জানলেন আপনি কতটা ভালো কাজ করেছেন। সবাই যদি এভাবে যার যার দায়িত্ব পালন করেন তাহলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসবে। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের আছে অনুরোধ করছি আগামী দুই সপ্তাহ আপনারা এটা করুন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট ব্যবসায়ী ফেডারেশনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, ঢাকা ট্রেড সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ট্রেড লাইসেন্সে উৎসে কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মার্কেট ব্যবসায়ী সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা বলেন, ‘দোকানের খাজনা এবং ট্রেড লাইসেন্স ফি স্বাভাবিকের চেয়ে বেশি ধরা হয়েছে। আমরা চাই আমাদের সমস্যাগুলো সম্পর্কে আপনি জানুন। আশা করি এগুলো আপনি সমাধান করবেন।’

সভায় মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর আরোপ বেশি হয়ে গেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন তিনি। এসময় তিনি শুষ্ক মৌসুমে দোকানের অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ