X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
যৌন হয়রানি

আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ

রশিদ আল রুহানী
০৪ মে ২০১৬, ১১:৩৫আপডেট : ০৪ মে ২০১৬, ১৮:১৯





অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌস

বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ছাত্রীকে যৌন হয়রানি করায় মাহফুজুর রশিদ ফেরদৌস নামে এক শিক্ষককে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি দিয়েছে। প্রাথমিক যাচাই বাছাই করে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই শিক্ষককে বরখাস্ত করার আশ্বাস দিয়েছেন উপাচার্য এ. এম. এম শফিউল্লাহ। এদিকে বাংলা ট্রিবিউনের কাছে অভিযুক্ত ওই শিক্ষকের ছাত্রীদের ওপর যৌন হয়রানির নানা কৌশল সম্পর্কে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার ফেসবুকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা একটি ইভেন্ট খুলে শনিবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল করবে বলে প্রচার করেন। মূলত এখানেই সংঘটিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন বিভাগে মিছিল করতে দেখা যায় কয়েক’শ শিক্ষার্থীকে।

আরও পড়ুন:  আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ যৌন নিপীড়নের অভিযোগে আহসানউল্লাহ’র সেই শিক্ষক গ্রেফতার

ফেসবুকে খোলা ইভেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, এই শিক্ষক দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের নির্যাতন করে আসছেন। বিষয়টি  শিক্ষার্থীদের কাছে ওপেন সিক্রেট ছিল। আগে কেউ ভয়ে মুখ খোলেননি বলেও ফেসবুকে শিক্ষার্থীরা লিখেছেন।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে অব্যহতি পাওয়া ওই শিক্ষকের কীর্তি সম্পর্কে। কিছু তথ্য প্রমাণও বাংলা ট্রিবিউকে দেখান তারা।

নাম না প্রকাশ করার শর্তে অভিযোগকারী ছাত্রীর এক সহপাঠী বলেন, বিশ্ববিদ্যালয়ের বহু মেয়েকে ওই শিক্ষক কৌশলে তার ফাঁদে ফেলেছেন। ফাঁদে ফেলে জিম্মি করে দিনের পর দিন ছাত্রীদেরকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়েছেন। অনেক মেয়ের শরীরে ওই শিক্ষকের নির্যাতনের দাগও দেখা গেছে। তবুও ভয়ে কেউ মুখ খোলেননি।

ক্যাম্পাসে আন্দোলকারী শিক্ষার্থীরা

ব্ল্যাকমেইল করার কিছু ধরন সম্পর্কে এক শিক্ষার্থী বলেন, ‘প্রথমে তিনি ছাত্রীদের টার্গেট করেন। পরে তার পেছনে লেগে পড়েন। তার যত কৌশল জানা আছে- সবই তিনি কাজে লাগান। প্রথমে স্বাভাবিক ও মিষ্টি কথার মাধ্যমে প্রস্তাব দিয়ে কাজ না হলে পরে, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়, সেমিস্টার ড্রপ করে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ছাত্রীদের ব্ল্যাকমেইল করেন।

তিনি বলেন, ওই শিক্ষক তার টার্গেট করা কোনও ছাত্রীকে রাজি না করাতে পারলে অন্য আরও একটি কৌশলের আশ্রয় নেন।

এ কৌশলের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মেয়েটির বাবা মায়ের কাছে ফোন করে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলেন। ‘আপনার মেয়ে তো ক্লাস করে না, পরীক্ষা দেয়না, পারফরমেন্স খুব খারাপ। বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। আপনার মেয়েকে বলেন, ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করার জন্য, ওকে পড়াটা বুঝিয়ে দেবো। এভাবে ভিক্টিমদের বাবা -মাকেও হাত করে ফেলেন উনি।

ভিক্টিম এক ছাত্রীর বরাত দিয়ে তিনি বলেন, এক ছাত্রীকে ডিপার্টমেন্টে ডেকে তার মোবাইল হাতিয়ে নিয়েছিলেন। তার মোবাইল থেকে কিছু বাজে মেসেজ তিনি তার মোবাইলে পাঠিয়ে রাখেন, পরে যা দিয়ে তিনি ওই ছাত্রীকে ব্লাকমেইল করেন। কাউকে না বলতে পেরে দিনের পর দিন ধ্বংস হতে থাকে মেয়েটি। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় অনেকে সুইসাইডও করার চেষ্টা করেছেন।

আরও পড়ুন:  আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ টুইটারে নিজামীর পক্ষে হ্যাশট্যাগ

 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ওই শিক্ষক তার টার্গেট মেয়েদের ফোনে সেলফি পাঠান, পরে তিনি ওই মেয়েদেরও তাকে সেলফি পাঠাতে বলেন। আবার তার টার্গেটেড মেয়ের বাসার সামনে গাড়ি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন।  ফোনে বলেন, তোমাকে নিতে এলাম, চলো ভার্সিটিতে যাবো। এগুলো তো আদৌ শিক্ষকসুলভ আচরণ নয়’।

তিনি আরও বলেন, শুধুমাত্র সেমিস্টার থেকে বাঁচার জন্য, অনেক মেয়েকে দিনের পর দিন এগুলো সহ্য করে যেতে হয়েছে। লজ্জা- ভয়ে কাউকে বলতেও পারেনি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই শিক্ষকের একটি বাসার ঠিকানাও দেন। তারা বলেন, ওই শিক্ষকের দুটি বাসা। এরমধ্যে পান্থপথের প্যারাডাইস সুইটসের পাশের ভবনের ফ্ল্যাটটিতে মেয়েদের নিয়ে গিয়ে যৌন হয়রানি করা হয়।

আরও পড়ুন:  আহসানউল্লাহ’র শিক্ষক ফেরদৌসের বিরুদ্ধে যত অভিযোগ ঢাকায় পৌঁছেছেন নিশা দেশাই

অভিযোগকারী শিক্ষার্থীর এক সহপাঠী বলেন, সম্প্রতি আমাদের এক বন্ধুকে যৌন হয়রানি করায় তিনি বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার খবর ওই শিক্ষক জানতে পারায় পরে তাকে হুমকি দিতে থাকেন। ভয় দেখিয়ে তিনি উল্টো ওই ছাত্রীকে দিয়ে ট্রেজারারের কাছে ‘অভিযোগ মিথ্যা’ এই মর্মে একটি স্বীকারোক্তি আদায় করেন। সেটি তিনি আবার চুরি করে অন্য কারও মাধ্যমে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়ে নিরাপরাধ সাজতে চেয়েছিলেন। ফেসবুকে এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

এসব অভিযোগ ও তথ্য প্রমাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আছে কি না জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. এম শফিউল্লাহ বলেন, ‘আমরা বেশ কিছু প্রমাণ ইতোমধ্যে হাতে পেয়েছি। সে কারণেই ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছি এবং সিদ্ধান্ত হয়েছে যতদ্রুত সম্ভব সিন্ডিকেট সভায় তাকে বরখাস্ত করা হবে।’

শিক্ষার্থীদের দাবি, তাকে শুধু বরখাস্তই নয়, যৌন হয়রানি আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে উপাচার্য বলেন, ‘যেহেতু এটা যৌন হয়রানির অভিযোগ, ফলে আলাদা কোনও তদন্ত কমটি গঠন হয়নি। বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল আছে। সেখানে অভিযোগটি পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করবে ওই সেল।’

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
/আরএআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী