X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

বেঁচে যাওয়া মালামাল নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা

কবির হোসেন
০৮ এপ্রিল ২০২৩, ২৩:৫৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২৩:৫৯

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে কয়েকটি মার্কেটের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কাঠের মার্কেটটি এমনভাবে পুড়েছে, সেখানে ছাইভস্ম ছাড়া অবশিষ্ট নেই আর কিছুই। গত ৪ এপ্রিল (মঙ্গলবার) ভোর ৬টায় আগুন লাগলেও টানা ছয় ঘণ্টা জ্বলার পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর কিছু দোকান থেকে অল্প কিছু মালামাল বের করা গেছে। আগুনের থাবা থেকে রক্ষা করা অর্ধেকের বেশি মালামালে ত্রুটি রয়েছে। কারও বস্তায় পানি ঢুকেছে, কারও অর্ধেক পোড়া, আবার কারও মালামাল লুট হয়েছে। ফলে এসব মালামাল চাইলেও আগের মতো বিক্রি করা সম্ভব নয় বলে জানিয়েছেন এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে বঙ্গবাজারে পোড়া ভবনের সামনে গেলে দেখা যায়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সেখানে বসে আলোচনা করছেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্ষতিগ্রস্ত এসব মাল নিয়ে তারা পড়েছেন বিপাকে। ঈদকেন্দ্রিক বেচাকেনা নিয়ে তারা এখন কী করবেন, ভেবে কূল পাচ্ছেন না।

কারও বস্তায় পানি ঢুকেছে, কারও অর্ধেক পোড়া, আবার কারও মালামাল লুট হয়েছে

বঙ্গবাজারের ইসলামিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ফাস্ট বিজনেস নামে শাওন মাহমুদের একটি লেডিস আইটেমের দোকান ছিল। সেদিন কাঠের মার্কেট থেকে অগ্নিকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তাদের মার্কেটের নিচতলায়ও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় দ্বিতীয় তলা থেকে তার দোকানের মালামাল নিচে নামানোর চেষ্টা করেন। এরপর রাস্তার ওপরে মালামাল রাখলে বেশির ভাগ লুট করে নিয়ে গেছে। আর যা অবশিষ্ট আছে, সেগুলোতেও রয়েছে অনেক ত্রুটি। ফলে এসব বিক্রি করতে পারবেন কিনা, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।

কান্নাভেজা কণ্ঠে শাওন বলেন, ‘সেদিন কিছু মাল নামিয়ে রাস্তার ওপরে রাখি। পরে আমি ওপরে গিয়ে এসে দেখি আমার মাল নেই। ভাবছি কেউ হয়তো অন্য কোথাও সরিয়ে রেখেছে। কিন্তু সেগুলো আর খুঁজে পাইনি। যেগুলো রক্ষা করতে পেরেছি, সেগুলোও নষ্ট হয়ে গেছে।’

ইসলামিয়া মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ছিল শামীম শেখের। তিনি পাইকারি লেডিস টপস আইটেম বিক্রি করতেন। শামীম বলেন, ‘আগুন নেভাতে গিয়ে যে পরিমাণ পানি দোকানে ঢুকেছে, তাতে প্রতিটি মাল ভিজে গেছে। সব মালই নষ্ট হয়ে গেছে। এ ছাড়া আগুনের তাপেও কিছু কাপড় নষ্ট হয়েছে।’

বেঁচে যাওয়া মালামাল নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা

তিনি আরও বলেন, ‘এই পোড়া ও পানিতে ভেজা মাল নিয়ে কোথায় যাবো? আমার ১৬ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ১০ বস্তা মাল বাসায় নিয়ে রাখছি। এগুলো কী করবো বুঝতেছি না। এসব মাল কে কিনবে? এ অবস্থায় এসব মাল বিক্রি করা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।’

মহানগর মার্কেটের নিচতলায় সুমাইয়া গার্মেন্টস নামে একটি দোকানে স্পোর্টস আইটেমের ব্যবসা করতেন জিয়াউর রহমান। প্রথমে কর্মচারী হিসেবে কাজ করলেও ২৪ বছর ধরে নিজেই ব্যবসা করছেন। তিলে তিলে গড়ে তুলেছিলেন এই ব্যবসাপ্রতিষ্ঠান। দেশের প্রতিটি জেলা থেকে ব্যবসায়ীরা আসতেন তার দোকানে। সেদিনের অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনিও।

দীর্ঘ নিশ্বাস ছেড়ে জিয়া বলেন, ‘যে বস্তাগুলো নামিয়েছিলাম, সেগুলো অনেকে নিয়ে গেছে। কয়েকটি বস্তা নিয়ে কারখানার রেখেছি। পাইকারা ফোন দিচ্ছে। ঈদের বাজার। তারাও তো সব সময় আমাদের কাছ থেকেই মাল নেয়। এখন নষ্ট মাল তো আর তাদের দেওয়া যাবে না। যেগুলো আছে, যদি পারি বিক্রি করবো। নাহলে যেভাবে আছে এইভাবে থাকবে।’

ক্ষতিগ্রস্ত ব্যসায়ী মো. সোহেল বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় মাল কিছু বের করে রাখছিলাম। পেছনে ফিরে আর কিছুই পাইনি। কে কাকে ধরবে তখন? অনেকে আসছে দেখতে, অনেকে আসছে চুরি করতে। বাকি যে মাল আছে, তা কেজি ধরে বিক্রি করতে হবে। এ ছাড়া আর উপায় দেখছি না।’

যা অবশিষ্ট আছে, সেগুলোতেও রয়েছে অনেক ত্রুটি। ফলে এসব বিক্রি করতে পারবেন কিনা, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়

ছাইভস্মে সান্ত্বনা খোঁজেন ব্যবসায়ীরা
অগ্নিকাণ্ডের চার দিন পর শুক্রবারও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আসেন পোড়া মার্কেটে। তারা ছাই সরিয়ে নিজেদের দোকানের অস্তিত্ব খুঁজে বের করার চেষ্টা করেন। অনেকে দোকান খুঁজে পেতে ছাই সরান, অনেকে খুঁজে পেলেও দেখেছেন হিসাবের খাতা পাওয়া যায় কিনা।

ক্ষতিগ্রস্ত এক দোকানি নিজের দোকানের পুড়ে যাওয়া কাপড় সরিয়ে খোঁজেন হিসাবের খাতা। তিনি জানিয়েছেন, কয়েক লাখ টাকা ঋণ নিয়ে মাল কিনেছেন। আবার কারখানা থেকে বাকিতে মাল এনেছেন। এখন হিসাব দেবেন কীভাবে, কারণ তার কাছে কোনও প্রমাণ নেই। তাই চেষ্টা করছেন কিছু পান কিনা।

আরেক ব্যবসায়ী আসেন তার দোকানের অস্তিত্ব খুঁজে পেতে। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে তিনি বলেন, ‘কিছুই তো আর রইল না। তাই এখন নিজের পোড়া দোকানটা দেখেও শান্তি লাগবে যে আমি এখানে বসতাম। নিজেকে একটু সান্ত্বনা দেওয়া আরকি।’

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছিলেন, কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে।

জানতে চাইলে ব্যবসায়ী শাওন, শামীম, জিয়াউর, সোহেলরা কিছুই বলতে পারছেন না। তারা কোনও উপায়ও দেখছেন না, আবার মাল নিয়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন না কারণ সামনে ঈদ। এ সময় কিছুটা ক্ষতি পোষাতে চান তারা।

ভাসমান দোকানগুলোকে ঘিরে উৎসুক জনতার ভিড় থাকলেও বিক্রি এখনও জমে ওঠেনি

ফুটপাতই এখন ভরসা ব্যবসায়ীদের
শনিবার (৮ এপ্রিল) সরেজমিনে গেলে দেখা যায়, বঙ্গবাজারে অস্থায়ীভাবে দোকান বসানোর কথা থাকলেও অনেকেই বসেননি। ধ্বংসস্তূপ থেকে আবর্জনা সরাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সে জন্য ব্যবসায়ীরা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ফ্লাইওভারের নিচে ও ফুটপাত।

সকাল থেকে কয়েকশ ব্যবসায়ী তাদের নিজেদের উদ্যোগে বঙ্গবাজার ফ্লাইওভারের নিচে ফুটপাতে দোকান বসাতে দেখা গেছে। এসব ভাসমান দোকানগুলোকে ঘিরে উৎসুক জনতার ভিড় থাকলেও বিক্রি এখনও জমে ওঠেনি। অবসর সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। এ ছাড়া আরও হাজার হাজার ব্যবসায়ী অস্থায়ীভাবে বসার অপেক্ষা করছেন।

আরিফুর রহমান নামে এক ব্যবসায়ী বঙ্গবাজারের ফ্লাইওভারের নিচে বসেছেন লেডিস আইটেম নিয়ে। তিনি বলেন, ‘ইসলামিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকান ছিল। এখন ঈদের বাজার। যদি বসে থাকি কেউ তো আর টাকা দিয়ে যাবে না। তাই যেটুকুই বিক্রি করতে পারি আশা নিয়ে বসছি।’

ফ্লাইওভারের নিচে দোকান নিয়ে বসেছেন বঙ্গ মার্কেটের ব্যবসায়ী রাহিম মিয়াও। তিনি বলেন, ‘আমার দুইটি দোকান ছিল কাঠের মার্কেটে। দুইটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। যে মালামালগুলো সরাতে পেরেছিলাম এগুলো নিয়ে বসেছি। হাত একেবারে খালি। চলবো কী করে। যদি বিক্রি বাড়ে, মাল শেষ হলে আরও নিয়ে আসবো।’

কথা হয় ব্যবসায়ী শাহ আলমের সঙ্গেও। সব হারিতে নতুন করে গেঞ্জি, পায়জামা, ট্রাউজার নিয়ে বসেছেন ফুটপাতে। তিনি বলেন, ‘বঙ্গবাজারের আদর্শ মার্কেটে দুটি দোকান ছিল। দুটিই পুড়ে ছাই হয়ে গেছে। কোনও মালামাল উদ্ধার করতে পারিনি। নতুন করে কিছু মাল কিনে এনে আজ দোকান নিয়ে বসেছি। এখনও জানাজানি হয়নি। সে কারণে বেচাবিক্রিও কম।’

বেঁচে যাওয়া মালামাল নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা

যা বলেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি
বাংলাদেশ দোকান মালিক সমিতির দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকার। এর বিপরীতে ৭০০ কোটি টাকা সরকারের কাছে থোক বরাদ্দ চেয়েছে সমিতি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ ছাড়া তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান, সে ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়।

সেদিন অন্তত ছয়টি মার্কেটে আগুন লাগে। এর মধ্যে শুধু বঙ্গ মার্কেটেই ২ হাজার ৯০০ দোকান এবং সেখানে কাজ করেন প্রায় দেড় লাখ মানুষ। বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট—এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় সবগুলোকে বঙ্গবাজার মার্কেট হিসেবে ডাকা হয়। এখান থেকে রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও এই আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচ হাজার দোকান।

/এনএআর/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
০৮ এপ্রিল ২০২৩, ২৩:৫৯
বেঁচে যাওয়া মালামাল নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
শাহবাগ থানার জব্দ করা যানবাহনে আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদ শোধনাগারে আগুন
সুন্দরবনে আগুন: আরও ৭ কার্যদিবস সময় নিলো তদন্ত কমিটি
সর্বশেষ খবর
বকেয়া বেতনের দাবিতে কুড়িল বিশ্বরোডে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কুড়িল বিশ্বরোডে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
খালাস পেলেন নেপালের কারাদণ্ডে দণ্ডিত লেগস্পিনার লামিচানে
খালাস পেলেন নেপালের কারাদণ্ডে দণ্ডিত লেগস্পিনার লামিচানে
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লিফট স্থাপনের সুপারিশ
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে লিফট স্থাপনের সুপারিশ
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট