X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হুমায়ুন আজাদ স্মরণে ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৩

বাংলা সাহিত্যে প্রথাবিরোধী লেখক হিসেবে খ্যাত হুমায়ুন আজাদের ওপর ২০০৪ সালের ঘৃণ্য হামলার ঘটনার স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাংলা একাডেমি সংলগ্ন রমনা কালী মন্দিরের পাশে হুমায়ুন আজাদ ফলকে মোমবাতি প্রজ্বালন করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

মোমবাতি প্রজ্বালন শেষে ঢাবি ছাত্রলীগের নেতারা বলেন, বাংলা সাহিত্যে হুমায়ুন আজাদ যোগ করেন এক ভিন্ন মাত্রা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রায় সকল শাখায় তার সমৃদ্ধ অবদান ছিল। গতানুগতিক ধারাকে অস্বীকার করে, প্রথার বিরোধিতা করে তার সমস্ত বই, প্রবন্ধ, কবিতা সৃষ্টি হয়েছে। তার প্রবচনগুচ্ছ এ দেশের যুক্তিবাদী পাঠক সমাজকে সচেতন করেছে। সামাজিক ও সাংস্কৃতিক ট্যাবু, নৈতিকতা, বিশ্বাস, মূল্যবোধ তাকে, তার চিন্তাকে মুহূর্তের জন্যও স্তব্ধ করেনি।

তারা বলেন, এ কারণেই ‘প্রথাবিরোধী’ অভিধানটি তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। হুমায়ুন আজাদ তার জীবদ্দশায় কলমের মাধ্যমে মৌলবাদী, জঙ্গিবাদী, দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবসময় লড়াই করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ সময় ধরে অধ্যাপনা করেছেন। ধর্মনিরপেক্ষ ও নারীবাদী এই লেখক তার লেখার মাধ্যমে আঘাত হেনেছেন ধর্মীয় কুসংস্কার, সামাজিক অসংগতি এবং সমাজের প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে।

নেতারা বলেন, প্রথাবিরোধী চিন্তা ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লেখালেখির কারণে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের কঠোর রোষানলে পড়েন হুমায়ুন আজাদ। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় ফেরার পথে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হন তিনি। বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর মৌলবাদী সন্ত্রাসীদের এই নিকৃষ্ট হামলার স্মরণে আমরা এই কর্মসূচি পালন করছি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু