X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ২১:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২১:২৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা, সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাচ্ছে কিনা, সে বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নিমার্ণাধীন জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত নতুন নতুন উপসর্গ এসে কাস্টমসের সামনে দাঁড়াচ্ছে। এ জন্য তাদের কাজের পরিধি পাল্টে গেছে। কাস্টমস-এর কাজ এখন বিশেষায়িত হয়ে গেছে। ফলে তাদের বিশেষজ্ঞের প্রয়োজন রয়েছে। বর্তমান কাস্টমস আগের ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছে।’
তিনি বলেন, ‘সারা বিশ্ব একটি বাজার হয়ে যাচ্ছে বলে কাস্টমস ডিউটি প্রায় উঠেই যাচ্ছে। কাস্টমসের দৃষ্টি এখন শুল্কের চেয়ে মানবস্বাস্থ্য ও মানবচরিত্রের জন্য ক্ষতিকারক পণ্য আমদানি-রফতানির দিকে।’
অর্থমন্ত্রী বলেন, ‘কর বিষয়ে গত এক দশক ধরে জাতির চারিত্রিক একটি পরির্বতন এসেছে। এক সময় জনগণ কর দিতে প্রস্তুত ছিল না। কর দিলে মনে হতো সম্পদ ধরা পড়ে যাবে। কর না দেওয়ার প্রধান কারণ ছিল একবার কর দিলে, আজীবন হয়রানির শিকার হতে হবে। প্রত্যেক বছর কর্মকর্তারা এসে হয়রানি করবেন। গত ১০ বছরের বেশি সময় ধরে এ হয়রানি ব্যাপক আকারে কমে গেছে। মাত্র ১৪ লাখ  করদাতা কর দিত। এবার আমরা করদাতার যে টার্গেট করেছিলাম, সেটা পেরিয়ে অনেক ওপরে চলে গেছে। এ সংখ্যা ২৭ লাখে পৌঁছে গেছে। এ বৃদ্ধি মাত্র কয়েক মাসের মধ্যে হয়েছে।’

তিনি বলেন, ‘কর দেওয়াকে এখন আর করদাতারা হয়রানি মনে করেন না। দেশের প্রয়োজনে, দেশের উন্নয়নে আমি অংশগ্রহণ করছি বলে করদাতারা এখন গর্ববোধ করেন। স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার একটি চারিত্রিক পরিবর্তন হয়েছে।’ করদাতা ও কর আহরণকারী রাজস্ব কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান।

সহজে কর দেওয়ার ব্যবস্থা করার জন্য কর্মকর্তারা গর্ববোধ করেন। আর করদাতারা জাতীয় দায়িত্ব থেকে কর প্রদান করে থাকেন। তরুণ সমাজ কর প্রদানে এগিয়ে আসছে, সেজন্য তাদের ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন করদাতাদের মধ্যে বেশির ভাগের বয়স ৪০ বছরের নিচে। অর্থাৎ তরুণ সমাজ নতুন ভাবধারায় উজ্জীবিত হয়েছে। এটা দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক। তাদের এ ধারণা হলে দেশের ভবিষ্যত সর্ম্পকে আমাদের সন্দেহ করার কোনও অবকাশ নেই।’

সেমিনার থেকে সাতটি সংস্থাকে ‘সার্টিফিকেট অব মেরিট’ সনদ তুলে দেন অর্থমন্ত্রী। সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

/জিএম/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস