X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিজেদের পকেট থেকে ভ্যাট দিতে হবে না ব্যবসায়ীদের

গোলাম মওলা
২৭ জানুয়ারি ২০১৭, ০২:৩৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০২:৪৩

জাতীয় রাজস্ব বোর্ড

ব্যবসায়ীদের নিজেদের পকেট থেকে ভ্যাট দিতে হবে না। কারণ, নতুন ভ্যাট আইনে পণ্যের দামের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। প্যাকেজ ভ্যাট নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়েছে, প্যাকেজ ভ্যাট বলে আইনে কোনও ভ্যাট নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে তাদের ওপর ২০০৬ সাল হতে প্রবর্তিত সহজ পদ্ধতিভিত্তিক থোক ভ্যাটকে ব্যবসায়ীরা প্যাকেজ ভ্যাট বলে থাকেন। যদিও এটি প্রকৃতপক্ষে টার্নওভার কর। এতে আরও বলা হয়েছে, বিদ্যমান ভ্যাট আইনে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর বার্ষিক বিক্রি সর্বোচ্চ সাত লাখ টাকার মধ্যে, কেবল তারাই এই  টার্নওভার করের সুবিধা পাওয়ার যোগ্য। যাদের বার্ষিক বিক্রি সাত লাখ টাকার বেশি এবং ৮০  লাখ টাকার কম, তারা তিন শতাংশ হারে টার্নওভার কর পরিশোধ করবেন।

যদিও এতদিন মনে করা হতো, ক্রেতারা ভ্যাট দেন না। এমনকি ব্যবসায়ী মহল থেকে বলা হচ্ছিল, নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট না থাকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু এনবিআরের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন ভ্যাট আইনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই।

এ প্রসঙ্গে এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া ছাড়াও ভ্যাটকে আরও সহজ ও ব্যবসা-বান্ধব করার জন্য নতুন ভ্যাট আইন প্রণয়ন করা হয়েছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।’

প্রসঙ্গত, ২০১৬  সালের ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বা ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ কার্যকর করে ভ্যাট আদায়ের পরিকল্পনা করা হয়েছিল। ব্যবসায়ীদের দাবির মুখে তা থেকে সরে এসে আগামী ১ জুলাই থেকে এই আইন কার্যকর করতে চাচ্ছে সরকার।

অবশ্য ব্যবসায়ীরা এখনও এই আইন কার্যকরের বিরোধিতা করছে। ব্যবসায়ীরা আগের মতো এলাকা ও ব্যবসার ধরন অনুযায়ী ‘প্যাকেজ ভ্যাট’ চালু রাখার দাবিতে আন্দোলনে নেমেছিলেন।

নতুন আইনে ছোটবড় সব ধরনের ব্যবসা ও সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে।

এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ ১৫ শতাংশের পরিবর্তে ভোক্তাদের কাছ থেকে আদায়যোগ্য ভ্যাট সাত শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক সেমিনারে তিনি এই দাবি জানান। মাতলুব আহমাদের মতে, সাত শতাংশে নিয়ে আসা হলে ভ্যাট না দেওয়ার প্রবণতা থেকে মানুষ বেরিয়ে আসবে।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভ্যাট আইনে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে টার্নওভার কর ও ভ্যাট উভয় ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে, বর্তমানে যেসব ব্যবসায়ী প্যাকেজ ভ্যাটের নামে টার্নওভার কর দিচ্ছেন, নতুন ভ্যাট আইনে তাদের টার্নওভার কর বা কোনও ভ্যাট দিতে হবে না।

এনবিআরের ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন ভ্যাট আইনে যাদের বিক্রি বার্ষিক ৩০ লাখ টাকা পর্যন্ত তাদের নিজস্ব হিসাবের অতিরিক্ত কোনও হিসাব বা খাতাপত্র বা রেজিস্টার রাখারও প্রয়োজন নেই।  এ কারণে, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের হিসাব রাখার জন্য কোনও কর্মচারী রাখতে হবে না। ফলে, তাদের ব্যবসার খরচও বাড়বে না।

/এপিএইচ/

আরও পড়ুন: ব্রেক্সিট ইস্যুতে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র