X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করুন: আইওএমকে প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০১

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন  প্রধানমন্তী শেখ হাসিনা।  বুধবার নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নিজ হোটেলে আইওএম মহাপরিচালকের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। বার্তা সংস্থা ইউএনবির বরাত দিয়ে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

আইওএম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি- ফোকাস বাংলা

পররাষ্ট্র সচিব এম. শহিদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন তাদের (রোহিঙ্গা) মাতৃভূমিতে ফিরে যেতে হবে, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুন যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।

আইওএম মহাপরিচালক রোহিঙ্গাদে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সংস্থাটির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা সম্পর্কে অবহিত করেন। উইলিয়াম প্রধানমন্ত্রীকে আরও জানান যে ৫-৬ অক্টোবর তিনি বাংলাদেশ সফরে আসবেন।

প্রেস ব্রিফিংয়ের সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিণিধি মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে পার্শ্ববৈঠক হিসেবে এস্টোনিয়ার প্রেসিডেন্ট কার্স্টি কালজুলাইডের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হয়।

মোমেন আরও জানান, বাংলাদেশ ও এস্টোনিয়া উভয় দেশের আইসিটি খাতের সহযোগিতা শক্তিশালী করতে আলোচনা করেছে।  প্রেসিডেন্ট কার্স্টি বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। প্রধানমন্ত্রী গত কয়েক বছরে বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতি তুলে ধরেন। দুই রাষ্ট্র নেতার বৈঠকের সময় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন। ম্যাক্মিমা জাতিসংঘের আর্থিক বিষয়ের বিশেষ দূত।

পররাষ্ট্র সচিব জানান, রানি ম্যাক্সিমা ও প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের রানি।

 

/এএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সর্বশেষ খবর
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?