X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফাটা ডিমের ব্যবসা!

এস এম নূরুজ্জামান
১৬ জুন ২০১৭, ১১:৫০আপডেট : ১৬ জুন ২০১৭, ১৭:৪৮





ফাটা ডিমের ব্যবসা ভালো ডিমের পাশাপাশি ফাটা ডিমেরও চাহিদা রয়েছে বাজারে। কারণ  ফাটা ডিম দামে সস্তা। একটি ভালো ডিমের দাম যেখানে ছয় থেকে সাত টাকা, সেখানে একটি ফাটা ডিম বিক্রি হচ্ছে দুই থেকে তিন টাকায়। এই ডিমের ক্রেতা হচ্ছে, হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও ফুটপাতের খাবারের দোকান মালিকরা। এসব ফাটা ও পচা ডিম দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু কেক ও পুডিংসহ বিভিন্ন খাবার। সোমবার (১৩ জুন) রাজধানীর কাওরান বাজার ও তেজগাঁওয়ে ডিমের আড়ৎ মালিকরা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।




ডিম ব্যবসায়ীরা বাংলা ট্রিবিউনকে জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কাওরান বাজারের বিভিন্ন আড়তে ভাঙা ডিম কেনার জন্য লোকজনের ভিড় লেগে যায়। বিশেষ করে বস্তি ও ফুটপাতের টোকাইরা কম দামে এই  ডিম সংগ্রহ করে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে সরবরাহ করে। বেশিরভাগ নষ্ট এই ডিম দিয়েই সুস্বাদু পুডিং ও কেক তৈরি করা হয়। এছাড়া বিভিন্ন হোটেলে সকালের নাস্তার মেন্যুতে ওমলেট, মামলেট, পোজ করা ডিমের নামে যা সরবরাহ করা হয়, তার প্রায় সব ডিমই থাকে ফাটা। তবে রোজার কারণে ভালো ডিমের পাশাপাশি ফাটা ডিমের চাহিদা বর্তমানে কম। ডিম
ফাটা ডিম বিক্রি প্রসঙ্গে কাওরান বাজারের বাবু ট্রেডার্স নামে ডিম আড়তের মালিক আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবহনের সময় শতকরা পাঁচ ভাগ ডিম ফেটে যায়। তবে ফাটা ডিমেরও আলাদা চাহিদা রয়েছে। যদিও রমজান উপলক্ষে সব ধরনের ডিমেরই চাহিদা কমেছে। রমজান মাসে দিনের বেলা স্কুল, কলেজ ও রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকায় ডিমের চাহিদা অনেক কমে গেছে।’
ডিমের পাইকারী ব্যবসায়ীরা আরও জানান, বাজারে হরেক রকমের ডিম আছে। এগুলোর মধ্যে মুরগির ডিমের রং ভেদে দামের ফারাক আছে। যেমন সাদা ডিমের বর্তমান বাজার মূল্য লাল ডিমের তুলনায় কম। ১০০ সাদা ডিম যেখানে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে,সেখানে ১০০ লাল ডিম বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়। এছাড়া  দেশি ও পাকিস্তানি মুরগির ডিম ভেদেও দামের পার্থক্য আছে। দেশি মুরগির ১০০ ডিম  বিক্রি হয় ৯০০ থেকে এক হাজার টাকায়। তবে দেশি মুরগির ডিম বলে যা বিক্রি করা হচ্ছে, তার বেশিরভাগই পাকিস্তানি মুরগির ডিম। পাকিস্তানি বিশেষ জাতের এই মুরগির ডিমের সাইজ ছোট ও সাদা রংয়ের হওয়ায় সহজেই দেশি মুরগির ডিম বলে চালিয়ে দেওয়া যায়।
চাঁদপুর এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকেই ‘পাকিস্তানি কক’ জাতীয় মুরগির ডিমকে দেশি মুরগির ডিম হিসেবে বেশি দামে বিক্রি করে। তবে আমরা এধরনের প্রতারণার ব্যবসা করি না। ফাটা ডিম বিক্রি করলেও কখনও পচা ডিম সরবরাহ করি না।’

মুন্সিগঞ্জ ট্রেডার্সের মালিক ও ডিম ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য মো. মঞ্জু বাংলা ট্রিবিউনকে জানান, একটি ফাটা ডিম ৩-৪ ঘণ্টা পরই নষ্ট হয়ে যায়। ওই সময় পার হয়ে যাওয়ার পর এ ধরনের ডিম কেউ আর বিক্রি করে না। ডিম

তবে ভিন্ন তথ্য দিলেন আরেক ব্যবসায়ী। নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাজধানীর বেশিরভাগ ডিম আসে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে। সংশ্লিষ্ট এলাকায় ট্রাকে তোলার সময় ও পরিবহনের সময় ঝাঁকুনি লেগে ডিম ভেঙে যায়। ভাঙার পর ওই সব ডিম আড়তে পৌঁছাতে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা লেগে যায়। এ সময়ের মধ্যেই ফাটা ডিম নষ্ট হয়ে যায়। এছাড়া ডিমের ফাটা অংশ দিয়ে বিভিন্ন ধরনের ময়লা প্রবেশ করে থাকে। মুরগির বিষ্ঠাও ফাটা অংশ দিয়ে ভেতরে যেতে পারে। শুধু তাই নয়, ফাটা ডিমের সঙ্গে পচে যাওয়া ডিম মিশিয়ে একসঙ্গে বিক্রি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নষ্ট ডিম কখনোই বিক্রি করা হয় না, ফেলে দেওয়া হয়।’
সংশ্লিষ্টরা জানান,ডিম সাধারণত বেশি দিন সংরক্ষণ করা যায় না। এই গরমে স্বাভাবিক তাপমাত্রায় ডিম দুই-একদিনের বেশি ভালো রাখা যায় না। ফ্রিজে রাখলেও চার থেকে পাঁচদিন পরই নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে হাঁসের ডিম কম সময়েই পচে যায়। যদিও হাঁসের ডিমের দাম তুলনামূলক বেশি। হাঁসের একশ ডিমের পাইকারী দাম সাতশ থেকে সাড়ে সাতশ টাকা। আগে ছিল এক হাজার ৫০ টাকা থেকে ১১শ টাকা।
ব্যবসায়ীরা জানান, কাওরান বাজারে প্রতিদিন ৭০টি আড়তে দেশের বিভিন্ন এলাকা থেকে ৮০ থেকে ৯০ লাখ ডিম আসে। এসব ডিমের বেশিরভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও  সিলেট বিভাগের বিভিন্ন জেলায়ও সরবরাহ করা হয়।
/জেইউ/ এপিএইচ/আপ-এফএস/ 

আরও পড়ুন-

ঈদের কেনাকাটায় হাজার কোটি টাকা যাচ্ছে ভারতে!

বেনাপোল দিয়ে ভারত যাচ্ছে দ্বিগুণ যাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা