X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

আগে আমি এমনই সুন্দর ছিলাম: পরীমনি

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৩:১৮আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:০৮

পরী ও সাইমন; দুই বছর আগে বিছানাকান্দিতে চলতি বছরই সাইমন-পরীমনি জুটির নতুন ছবি পর্দায় দেখা যেতে পারে। ছবির নাম ‘নদীর বুকে চাঁদ’।

কিন্তু সেটাও বেশ পুরনো খবর। নতুন বিষয় হলো, সম্প্রতি ফেসবুকের বরাতে বেশ রোমান্টিক একটা স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে তাদের। যেখানে জলরাশিতে রোমান্টিক এক্সপ্রেশনে ব্যস্ত পরী-সাইমন। তবে কি নতুন কোনও ছবির কাজ হাতে নিয়েছেন তারা?

অন্তর্জালে ভেসে-বেড়ানো স্থিরচিত্রটি বেশ সুন্দর। এর তথ্য জানতে পরীকে ফোন দেওয়া- ‘ছবিটি সুন্দর’ মন্তব্যের সূত্র ধরে পরী জানালেন বেশ মজার তথ্য।

তার ভাষ্য, ‘দুই বছর আগে আমি এমনই সুন্দর ছিলাম! এটা দুই বছর আগের তোলা ছবি। বিছানাকান্দিতে শুটিং করছিলাম আমরা।’

আরও বললেন, ‘‘অনেকে ভেবেছে ‘নদীর বুকে চাঁদ’ আমার নতুন ছবি। কিন্তু এটির চুক্তি দুই বছর আগে করা। তখনই এর শুটিং হয়েছে। মাঝে বেশ কয়েকবার বিরতি দিতে হয়েছে, তাই এতটা দেরি! অথচ সবাই ধরে নিয়েছেন এটি সাম্প্রতিক কোনও ছবি।’’

এদিকে নায়ক সাইমনও জানালেন একই তথ্য। বললেন, ‘ছবিটি পুরনো। কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। শেষবারের মতো বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে এর কাজ হবে সিলেটের জাফলংয়ে। পাঁচ-ছয় দিন চলবে। এরপর কিছু পোস্ট প্রোডকশনের কাজ করে এটি মুক্তি পাবে বলে আশা করছি।’

‘নদীর বুকে চাঁদ’ ছবিটি পরিচালনা করছেন শূন্য দশকের জনপ্রিয় সুরকার-সংগীত পরিচালক শওকাত।
এটি পরীমনি ও সাইমন জুটির তৃতীয় ছবি। এর আগে তারা জুটি বেঁধেছিলেন ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবিতে।

/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ