X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ঢাবিতে এক শিক্ষার্থীকে মেরে চোখ-মুখ ফাটিয়ে দিলো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮

আহত এহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মেরে চোখ-মুখ ফাটিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মারধরের শিকার এহসান রফিক দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি অভিযোগ করেছেন, সলিমুল্লাহ মুসলিম হল শাখার ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের নেতৃত্বে তাকে মারধর করা হয়।

আহত এহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের হল শাখার সহ সম্পাদক ওমর ফারুক আমার থেকে প্রায় তিন মাস আগে একটি ক্যালকুলেটর ধার নিয়েছে। সেটি আমি তার কাছে চাইলে এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে সে আমাকে মারধর করে। পরে সে আমাকে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শিক্ষা ও গবেষণা বিভাগের আরিফের মাধ্যমে হলের টিভি রুমে ডাকে। এ সময় টিভি রুমে উপস্থিত ছিলেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তানিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিম ইরতিজা শোভন, আবু তাহের। তারা আমাকে শিবির অপবাদ দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট চেক করেন। সেখানে কিছু না পেলেও জোরপূর্বক শিবির স্বীকারোক্তি নিয়ে আমাকে বেদম মারধর করে হল থেকে বের করে দেওয়া হয়।’

এহসান আরও বলেন, ‘পরে আবারও ছাত্রলীগের হল শাখার সহ সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক রুহুল আমিন, সদস্য সামিউল ইসলাম সামী,  আহসান উল্লাহ, উপ সম্পাদক মেহেদী হাসান হিমেল রড দিয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে আরিফ রাত সাড়ে ৩টায় আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে এসে হল শাখা সভাপতি তাহসান আহমেদ রাসেলের কক্ষে ওই ঘটনা প্রকাশ না করার হুমকি দিয়ে আটকে রাখে। সকালে অবস্থা খারাপ হলে আমাকে আবার ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। সেখান থেকে হলে এনে একই কক্ষে আটকে রাখে। পরে দুপুর আড়াইটার দিকে হল থেকে পালিয়ে আসি। খবর পেয়ে আমার বাবা আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে আহতের বাবা রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবো। চিকিৎসক বলেছেন, আমার ছেলের চোখের কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে হল শাখা সভাপতি তাহসান আহমেদ রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমি জানি, যারা এহসানকে মেরেছে তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করেছি।’ এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবির প্রক্টর  অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে হলের প্রভোস্টকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’ ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, ‘ঘটনাটির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেবো।’

 

/এসআইআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল