X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘কিছু মহল বাংলাদেশের সুখ্যাতিতে আঘাত হানার চেষ্টা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ২২:৫০আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২২:৫৩

 



বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং জনবিভ্রান্তি’ শীর্ষক প্রেস ব্রিফিং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশ ও সংগঠনের স্বীকৃতি লাভ করেছে। একইসঙ্গে সম্মানও বয়ে এনেছে। এরপরও কিছু মহল বাংলাদেশের সুখ্যাতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত হানার চেষ্টা করছে। তারা বাংলাদেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বদনাম করতে বদ্ধপরিকর।










শনিবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এবং জনবিভ্রান্তি’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। তিনি বলেন, তারা (অপচেষ্টাকারী) এখন দেশকে রাহুগ্রস্ত ও হাইব্রিড রেজিম বলে আখ্যা দিয়েছে। আমরা এসব বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। নির্বাচনে আওয়ামী লীগ সম্পূর্ণ বৈধ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে জয়লাভ করে সরকার গঠন করে, এটাকে রেজিম বলে আখ্যা দেওয়া যায় না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে আলোচিত হচ্ছে। এরপরও যারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তারা মূলত মানুষকে বিভ্রান্ত এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘পৃথিবীর কোনও দেশে শতভাগ গণতন্ত্র থাকে না। বাংলাদেশে যে পরিমাণ গণতন্ত্র আছে তা বিশ্বের অন্য কোনও দেশে নেই। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এটা অনেকের সহ্য হয় না। এ দেশকে রাহুমুক্ত করতে হবে।’
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। যাদের বিদেশ চলে যাওয়ার কথা তারা চলে গেছে বলেই দেশে গণতন্ত্র আছে।

 

/এসও/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’
‘নতুন করে লিখতে আপত্তি নেই, তবে এটি এখনও বিশ্বের সবচেয়ে ভালো সংবিধানের একটি’