X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সুশীল বাবুদের হুমকিতে কিছু যায় আসে না: জয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ১৯:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ২১:৪৯

সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে ক্ষমতায় এসেছে। বন্দুকের নলা দিয়ে কোনও দিন ক্ষমতায় আসেনি। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। আমরা পরোয়া করি না। আমার বিশ্বাস, এটা শুধু বিশ্বাস না, মানুষকে জরিপ করে যা জানি, বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে ভোট দেবেই।’
শনিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘২১ শে আগস্ট: বাংলাদেশের রাজনীতির বর্তমান-ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপি, সুশীল, জামায়াত এক হয়েও এখন বাংলাদেশে কোনও শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারে। তাই আমাদের আর কোনও ভয় নেই। আওয়ামী লীগের কখনই কোনও ভয় থাকে না।’
সজীব ওয়াজেদ জয় বলেন, “বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেই মধ্যম আয়ের দেশ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে? বাংলাদেশ একটা দরিদ্রমুক্ত দেশ হচ্ছে। সেখান থেকে রক্ষা করতে হবে? নাহ্, বাংলাদেশকে যেটা থেকে রক্ষা করা প্রয়োজন সেটা হচ্ছে ‘জঙ্গি দল বিএনপি’ থেকে। তাদের হাত থেকে রক্ষা করার জন্য এখন বাধা দিচ্ছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায়ে দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলেটেড করা।”
প্রধানমন্ত্রীর ছেলে জয় আরও বলেন, জিয়াউর রহমান যেমন যুদ্ধাপরাধীদের রিহ্যাবিলেটেড করে দেশে ফিরিয়ে এনেছিল। এই সুশীলরা এখন নেমেছে তারেক রহমানকে ফেরত আনতে দেশে। আমরা কি সেটা দেখতে চাই? বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে? একুশে আগস্টের হত্যাকারী তারেক রহমান, তাকে কি ভবিষ্যতে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই? এটাই কি চাই? আমাদের সুশীলরা তো মনে হচ্ছে সেটাই চায়। না, সেটা আমরা হতে দেব না।
সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলার মানুষ যতদিন আওয়ামী লীগকে ভোট দিয়ে যাবে- এ রকম জঙ্গি দল, এ রকম খুনিরা বাংলাদেশে আর কোনও দিন আশ্রয় পাবে না। আর এদের বিচার হতে থাকবে। যুদ্ধাপরাধীদের বিচার করেছি, ১৫ আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। একুশে আগস্টের বিচার হয়েছে এবং তাদের বিচার বাস্তবায়ন হবে। তারেক রহমানকেও দেশে ফিরিয়ে এনে আমরা সাজা দেব। এটা আমাদের ওয়াদা।
তিনি বলেন, যারা মানুষ পুড়িয়েছে, যারা জঙ্গিদের আশ্রয় দিয়েছে, যারা মানুষ হত্যা করেছে, তাদের কোনও ছাড় হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নিতে থাকবো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ নাতি জয় বলেন, ‘নির্বাচন নিয়ে তারা আমাদের ভয় দেখাতে চায়। যারা একটি ভোট পায় না, তাদের আমরা ভয় পাই না।’ তিনি বলেন, এখন দেশ এগিয়েছে, দেশের মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আওয়ামী লীগ এখন কাউকেই ভয় পায় না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এতো বছর পর এখানে এসেছি। আওয়ামী লীগকে সরানো এতো সহজ নয়।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আসেন আজকে আমরা ওয়াদা করি এই রকম ঘটনা (ষড়যন্ত্র) আমরা বাংলাদেশে আর কোনও দিন হতে দেব না। যারাই এই ষড়যন্ত্রকারীদের, এই খুনিদের সহযোগিতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেব।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন
সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি