X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগ নিয়ে নুরের স্মৃতিচারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ০০:০০আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৭:৩৮

নুরুল হক নুর (ফাইল ছবি) নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী পরিবারের সন্তান বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে নির্বাচিত নুরুল হক নুর। শনিবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে গণভবনে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।

গণভবন থেকে বের হওয়ার পর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নুরুল হক নুর ভিপির দায়িত্ব নেবেন কিনা–এ প্রশ্নের জবাবে এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘সেটা তো অবশ্যই। এটা তো আজকে না, তিনি তো আগেই বলেছেন, ছাত্রলীগের ছায়াতলে থেকে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তো প্রধানমন্ত্রীর কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর মাঝে মায়ের প্রতিচ্ছবি পান, এটা বলেছেন। ছাত্রলীগ করতেন, সেই স্মৃতিচারণও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা স্মরণ করেছেন।’
গণভবনে নুরুল হক নুরের বক্তব্য দেওয়ার সময় উপস্থিত থাকা ছাত্রলীগের কয়েকজন নেতা বাংলা ট্রিবিউনকে জানান, নুরুল হক বলেন, তার পরিবার সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় না থাকলেও বরাবর আওয়ামী লীগকেই ভোট দেয়। তিনি নিজেও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় স্কুল ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন বলে উল্লেখ করেন।
তারা আরও জানান, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভিপি নির্বাচিত নুরুল হক আরও বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্রলীগের বিগত কমিটিতে মানবসম্পদ উন্নয়নবিষয়ক উপ-সম্পাদক ছিলেন। কোটাবিরোধী আন্দোলন করায় তাকে জামায়াত-শিবির আখ্যা দেওয়া হয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এ অভিযোগ ঠিক নয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হন নুরুল হক নুর। এ পদে তিনি ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করেন। নুরুল কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পান। নুরুল হকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

/এমএইচবি/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’