X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মাননা পেলেন পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০১৯, ১৮:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৮:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মাননা পেলেন পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেন ব্রাহ্মণবাড়িয়ায় পশ্চিমবঙ্গের কবি বল্লরী সেনকে বৈশাখী উৎসব সম্মাননা দেওয়া হয়েছে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত ৩৩ তম বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে তাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও প্রাবন্ধিক ড. সরকার আবদুল মান্নান, কথাসাহিত্যিক ড. আনিস রহমান, পশ্চিমবঙ্গের নারী অধিকারকর্মী মৌ ভট্টাচার্য, কথাসাহিত্যিক সাদত আল মাহমুদ ও কবি শরাফত হোসেন। সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক মানবর্দ্ধন পাল। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির যুগ্ম সম্পাদক জামিনুর রহমান। কবি বল্লরী সেনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কথাশিল্পী মানিকরতন শর্মা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতির মাধ্যমে মানুষ তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদেরকে আবহমান কালের সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখতে হবে। বৈশাখী উৎসব উদযাপন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরই ধারাবাহিকতা। এমন আয়োজনে পশ্চিমবঙ্গের একজন কবিকে বাংলাদেশে সম্মান জানানোর মাধ্যমে এই ধারা আরও শক্ত ভীত রচনা করবে বলে আমাদের বিশ্বাস।

ভারত-বাংলাদেশ সম্পর্ককে স্থায়ী ভিত্তি দিতে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার প্রতি গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বল্লরী সেনকে সম্মান জানানোর মাধ্যমে সাহিত্য একাডেমি এই কাজটি এগিয়ে নিয়ে গেলে।

সাহিত্য একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করে কবি বল্লরী সেন বলেন, রাষ্ট্রের সীমানা থাকলেও সংস্কৃতির সীমানা হয় না। সংস্কৃতি প্রবহমান থাকে যুগ যুগ ধরে।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি হারুনুর রশিদ খান, কবি রোকেয়া রহমান কেয়া, কবি আবদুর রহিম, কবি শিরিন আক্তার, কবি অর্ধেন্দু শর্মা, ছড়াকার সাইফুল ইসলাম রিপন ও রিপন দেবনাথ।ভারতের ত্রিপুরা রাজ্যের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠন ‘সুর অঞ্জলি’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দলটির নেতৃত্ব দেন শিল্পী মায়া রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানিকরতন শর্মা ও সাইফুল ইসলাম রিপন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি