X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচন সুষ্ঠু হলেও শতভাগ ত্রুটিমুক্ত নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৮

ইলকেশন মনিটরিং ফোরামের সংবাদ সম্মেলন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হয়েছে বলে মন্তব্য করেছেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক অধ্যাপক আবেদ আলী। তিনি বলেছেন, ‘একথা অস্বীকার করা যাবে না যে শতভাগ ত্রুটিমুক্ত নির্বাচন সম্পন্ন করা বর্তমান প্রেক্ষাপটে দুরূহ কাজ। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনও শতভাগ ত্রুটিমুক্ত নয়।’

রবিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবেদ আলী বলেন, ‘আমরা ৫০৭ জন প্রশিক্ষিত পর্যবেক্ষক দিয়ে ৭২৯ কেন্দ্র ভ্রাম্যমাণ ভিত্তিতে পর্যবেক্ষণ করেছি। নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন পর্যবেক্ষকদের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে একথা বলা যায় যে, সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। সার্বিক ভোটগ্রহণের হার প্রায় ২৮ শতাংশ।’

ভোট কম হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আস্থা অর্জন করতে না পারায় ভোট দিতে আসেনি জনগণ। ভোটের হার কম হওয়ার পেছনে রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব ও উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। কারণ, দেশের দু’টি বৃহত্তম দলের উল্লেখযোগ্য ভোটব্যাংক রয়েছে। তারা সচেষ্ট হলে ভোটারদের উপস্থিতির হার আরও বাড়াতে পার্থ।’ 

নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রচারে সব দলকে সমান সুযোগ করে দিয়েছে। সব প্রার্থীর অভিযোগ দ্রুত সময়ের মধ্যে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি