X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সেতিয়েনের মতে রিয়ালই চাপে

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৭

বার্সা কোচ কিকে সেতিয়েন ফেব্রুয়ারির শুরুতে বার্সেলোনাকে ৬ পয়েন্ট পেছনে রেখে লা লিগার শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর হঠাৎ করে ছন্দপতন। সেল্তা ভিগোর কাছে সঙ্গে ঘরের মাঠে ড্র এবং লেভান্তের মাঠে হার। অন্যদিকে বার্সেলোনা হারিয়েছে রিয়াল বেতিস, গেতাফে ও এইবারকে। ২ পয়েন্টে এগিয়ে থেকে রবিবার এল ক্লাসিকো খেলবে তারা, যে ম্যাচে রিয়ালই বেশি চাপে আছেন বললেন কিকে সেতিয়েন।

এ ম্যাচকে বার্সেলোনার চেয়ে রিয়ালের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সেতিয়েন, ‘মাদ্রিদের জন্য এটা প্রাণ ফেরানো ম্যাচ। পয়েন্ট টেবিলের যে পরিস্থিতি, তাতে আমাদের চেয়ে তাদের জন্যই এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হয়তো নিষ্পত্তিকারক নয়, তবে সত্যিই গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের জন্য।’

বার্সার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও ব্যাখ্যা করলেন কোচ, ‘আমাদের জন্যও এটা গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এগিয়ে যাওয়ার সুযোগ আছে। যদিও জানি না এটা (পাঁচ পয়েন্টে এগিয়ে থাকা) এখনই যথেষ্ট কিনা।’

বার্নাব্যুতে চমৎকার রেকর্ড বার্সেলোনার। দুই দলের মধ্যে গত ৮ ম্যাচের ৬টি জিতেছে তারা। আরেকটা জয় ১২ বছরে নবম লিগ শিরোপা অর্জনে তাদের ৫ পয়েন্টে এগিয়ে দিতে পারে। তাছাড়া সাম্প্রতিক ফর্মও ঠিক রিয়ালের অনুকূলে নেই। সব প্রতিযোগিতায় সর্বশেষ ৫ ম্যাচে মাত্র একটি জিতেছে তারা, তারপরও কিন্তু সতর্ক সেতিয়েন, ‘আমি ফর্মে বিশ্বাস করি না। এধরনের সূচিতে অতীত মনে রাখে না কেউ, বর্তমান নিয়ে ভাবতে হয়। এটা ক্লাসিকো: এমন পরিস্থিতিতে দুই দলই শতভাগ দেওয়ার চেষ্টা করবে।’

গত জানুয়ারিতে আরনেস্তো ভালভারদের জায়গায় বসেন সেতিয়েন। ৬১ বছর বয়সীর ক্যারিয়ারের প্রথম ক্লাসিকো। ম্যাচটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, সেটা বোঝা গেছে তিনি বার্নাব্যুতে বসে রিয়াল-ম্যানসিটির ম্যাচ দেখার পর থেকে। ওই ম্যাচে রিয়ালকে হারানোর পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার কাছ থেকে টোটকা নিয়েছেন বার্সা কোচ, ‘আমি গার্দিওলাকে দেখতে যাইনি, মাদ্রিদকে দেখতে গিয়েছিলাম। কিন্তু আমাদের মধ্যে একটু কথা বলার সুযোগ হয়েছিল। ভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমরা দেখেছি ম্যাচটির জন্য তিনি কী পরিকল্পনা করেছিলেন এবং কীভাবে তার প্রয়োগ করেছেন। সিটি যা করেছে রবিবার আমাদের জন্য সেটা কাজে লাগতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল