X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ধরে এনে দুই জনকে সাক্ষী করা হয় সাংবাদিক আরিফুলকে সাজার পরদিন

নুরুজ্জামান লাবু ও মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম থেকে
১৭ মার্চ ২০২০, ২০:১০আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৪:৫৬

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কল্পিত অপরাধে সাজা দেওয়ার ঘটনায় যে দুজনকে সাক্ষী করা হয়েছিল তাদের কেউই ঘটনাস্থলে ছিলেন না। ঘটনার পরদিন বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই সাক্ষী ধরে নিয়ে মিথ্যা কথা বলে মোবাইল কোর্টের নথিপত্রে সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের একজন মো. আরিফ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

সাক্ষী আরিফের ভাষ্য, গত শনিবার একজন ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের একাধিক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে তিনটি কাগজে তার স্বাক্ষর নেয়। এ সময় জেলা প্রশাসনের এক ব্যক্তি তাকে বলে, এটা তেমন কিছু না। আরিফের ভালোর জন্যই এই স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তারা মন্তব্য করেন।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। পরে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়ে কালেমা পড়তে বলেন কুড়িগ্রামের আরডিসি নাজিম উদ্দিন। এরপর আবার তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের পর মোবাইল কোর্ট বসিয়ে আধাবোতল মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধারের অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার মোবাইল কোর্টের অভিযানে দুই জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার উল্লেখ রয়েছে। তারা হলো মো. আরিফ (৩২) ও আবু বকর ছিদ্দিক (২০)। আরিফের বাবার নাম বাচ্চু ও আবু বক্কর ছিদ্দিকের বাবার নাম বাবু মিয়া। তারা কুড়িগ্রাম সদরের ভোকেশনাল মোড়ের বাসিন্দা, যে এলাকায় আরিফ বসবাস করেন।

দুজনের সাক্ষ্যতেই বলা হয়েছে, ‘সময় অনুমান ১১টা ৪৫ মিনিট। কুড়িগ্রাম সদর উপজেলাধীন ভোকেশনাল মোড় সংলগ্ন বড়ুয়াপাড়া স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে আমি উপস্থিত ছিলাম। আসামি আরিফুল ইসলামকে আমি চিনি এবং মদ ও গাঁজা সেবনরত অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট ও টাস্কফোর্স পরিচালনাকালে হাতেনাতে ধৃত হয়। আসামি তার কৃতকার্য ও দোষ স্বীকার করে।’

তবে মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে দুই সাক্ষীর একজন আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার এক ছোট ভাইকে পুলিশ ধরেছিল। এজন্য আমি ও সিদ্দিক একসঙ্গে শনিবার (১৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সদর থানায় গিয়েছিলাম। দুপুরের পর সেখান থেকে বের হয়ে জেলা প্রশাসনের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একজন ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দেয়। তাদের সঙ্গে আরও যারা ছিল, তাদের একজন আমাকে চিনতো। ওই ম্যাজিস্ট্রেট আমাকে ডেকে বাসা কোথায় জিজ্ঞাসা করলে আমি ভোকেশনাল মোড়ের কথা বলি। এ সময় তারা বলে আমি আরিফুল ইসলাম রিগ্যানকে চিনি কিনা। আমি চিনি বলার পর তারা আমার কাছে তিনটা কাগজে স্বাক্ষর নেয়।’

সাক্ষী আরিফ বলেন, ‘শুক্রবার রাতে মোবাইল কোর্ট চালানোর সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমি আরিফুল ইসলাম রিগ্যানকে মদ বা গাঁজা খেতেও দেখি নাই। আমার সামনে মদ বা গাঁজাও উদ্ধার করা হয় নাই। আমাকে স্বাক্ষর দিতে বলেছে, আমি তাদের কথা অমান্য করতে পারি নাই। এখন বুঝতে পারছি তারা আমাকেও ফাঁসিয়েছে। আমাকে আদালতে ডাকা হলে আমি এই কথা বলে দেবো।’

আরিফ বলেন, ‘রিগ্যান (আরিফুল ইসলাম) আমাকে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় প্রাইভেট পড়িয়েছে। আমার জানামতে সে একটা সিগারেটও খায় না। এটা খুব অন্যায় হয়েছে। ম্যাজিস্ট্রেট আমাকে দিয়েও অন্যায় করিয়ে নিয়েছে। এটা অবিচার হয়েছে।’ অপর সাক্ষী আবু বক্কর সিদ্দিক প্রসঙ্গে আরিফ বলেন, ‘সিদ্দিক সাইকেল মেকার। ও আমার সঙ্গে গিয়েছিল। আমি স্বাক্ষর দিয়েছি। আমার দেখাদেখি সিদ্দিকও সাক্ষী দিয়েছে।’

ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিত না থাকা প্রসঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল কোর্টের বিচারক রিন্টু বিকাশ চাকমার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে একদিন আগে সোমবার তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপনারা আসলে ভালোভাবেই জানেন। আপনাদের সঙ্গে কথা বলা এখন সম্পূর্ণ নিষেধ। কী আর বলবো। আপাতত আপনাদের এ বিষয়ে কথা বলে হেল্প করতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত। আমাদের তো কিছু লিমিটেশন থাকে।’

উল্লেখ্য, সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে জেলে নেওয়ার ঘটনায় জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার-রাজস্ব) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন- 
প্রত্যাহারের পরও এক মৎস্যজীবীকে ক্রসফায়ারের ভয় দেখালেন আরডিসি নাজিম (ভিডিও)

 

 

আরিফ কারাগার থেকে বের হওয়ার পরেই ডিসি সুলতানা যে প্রস্তাব দিয়েছিলেন (অডিও)



আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

 

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

মোবাইল কোর্টে আরিফকে সাজায় ক্ষুব্ধ মন্ত্রিপরিষদ বিভাগ, তদন্তের নির্দেশ

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ