X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

লকডাউন পর কীভাবে হবে ব্যবসা তা নিয়ে রাহসান নূরের ডকু সিরিজ

বিনোদন ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ১৫:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৩৩

রাহসান নূর ২০১৮ সালের জুলাই মাসে মুক্তি পায় মুমতাহীনা টয়া ও রাহসান নূর অভিনীত চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’। একজন রেডিও জকি ও মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনাও করেন আমেরিকা প্রবাসী রাহসান।

এই নির্মাতা এবার তৈরি করেছেন বিশেষ ডকু সিরিজ। যেখানে উঠে এসেছে বর্তমানের সবচেয়ে আলোচিত ইস্যু করোনা মহামারি।

তথ্যনির্ভর এ সিরিজটির প্রথম পর্ব গত সপ্তাহে ইউটিউবে এসেছে। যেখানে হাজির হয়েছেন রাহসানসহ অনেকে। মূলত ভারত, আমেরিকা, ইংল্যান্ড, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা এতে তাদের মতামত দিয়েছেন।

অল্প সংখ্যক এপিসোডের এই সিরিজের নাম ‘দ্য গ্রেট শিফট’। ভিডিওতে রাহসান ও ব্যবসায়ীরা
প্রথম পর্বে বিভিন্ন ক্ষেত্রের ছোট থেকে বড় ব্যবসায়ী সবাই কীভাবে এই সময়টা কাটিয়ে উঠছেন বা ভবিষ্যতে চেষ্টা কী- তা তুলে ধরা হয়। রাহসান জানান, এই ডকু সিরিজের লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা। কীভাবে ফের চালু করা যাবে বাণিজ্য, তা নিয়েই কথা বলবেন বিশেষজ্ঞরা।

রাহসান বলেন, ‘এই সময়ে সহনশীলতা ছাড়া উপায় নেই। এমন সংকটের সময় দিক দেখিয়েছেন বিভিন্ন উদ্যোক্তা। তাই এভাবে শিল্পপতিদের সামনে এনে পরবর্তী সময়ের নির্দেশনা তৈরি করতে চাইছি।’

রাহসান নূর আমেরিকায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তিনি নিজে একজন ব্যবসায়ী। পাশাপাশি সিনেমা নির্মাণ ও অভিনয়ও করে চলেছেন এই শিল্পী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা