X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মালদ্বীপে পুরো দ্বীপ ভাড়া নিতে পারবেন ৫০ ভ্রমণসঙ্গী

জার্নি ডেস্ক
২৩ জুন ২০২০, ২৩:০০আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:১২


নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে ফেস মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মৌলিক সুরক্ষা ব্যবস্থা প্রত্যেকের জীবনে নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। এসবের অর্থ, আগামীতে বেড়ানো আগের মতো হবে না। তবে নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ সব দুশ্চিন্তার অন্যরকম সমাধান এনেছে।

বিলাসবহুল সামাজিক দূরত্বের জন্য মালদ্বীপের সাউথ মালে অ্যাটল দ্বীপে অবস্থিত রিসোর্টটি পুরোটাই চাইলে ভাড়া নেওয়া যাবে। এজন্য প্রতি রাতে গুনতে হবে ৩৫ হাজার ডলার (৩০ লাখ টাকা)! তবে একই ব্যক্তি কিংবা দলকে টানা তিন দিনের বেশি ভাড়া দেওয়া হবে না।

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ টাকার অঙ্ক বিশাল হলেও একসঙ্গে ৫০ জন অতিথি থাকতে পারবেন। চেনাজানার মধ্যে অর্ধশত ভ্রমণসঙ্গী একত্র হয়ে এই দ্বীপ ভাড়া নেবেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকের ভাগে পড়বে ৭০০ ডলার (৬০ হাজার টাকা)। তিন দিনে তা দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার টাকা। মালদ্বীপে ভ্রমণের স্বাদ নেওয়ার বেলায় এই অঙ্ক বেশ সাশ্রয়ী বলা চলে। ফলে একদিক দিয়ে এটি সুবর্ণ সুযোগ!

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপে আছে সমুদ্রের ধারে বালিয়াড়ি-ঘেরা ২০টি ঘর। এখানে অতিথিরা সব ধরনের সুবিধা পান। এ তালিকায় উল্লেখযোগ্য— বিশ্বমানের খাবার, মনোরম সৈকত, বিলাসী স্পা, ২৪ ঘণ্টা আলাদা খানসামা, প্রতি ঘরে পৃথক পুল, সবুজ বন, সূর্যস্নানসহ অনেক কিছু।

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ প্যাকেজে আরও রয়েছে রিসোর্টের রেস্তোরাঁয় নিজের পছন্দমাফিক মেন্যু দিয়ে সকালের নাশতা, একদিন প্রমোদতরীতে ভ্রমণ, কাছের দ্বীপগুলোর রিসোর্টে ভ্রমণ। এছাড়া আছে বিভিন্ন ধরনের জলক্রীড়া, দ্বীপ ভ্রমণ, স্নোর্কেলিং ও সার্ফিংয়ের সুযোগ।
এদিকে বিদেশি পর্যটকদের জন্য নিজেদের দুয়ার খুলে দিচ্ছে মালদ্বীপ। আগামী মাস (জুলাই) থেকে কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই পর্যটকরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তাদের কোভিড-১৯ নেগেটিভ প্রমাণে মেডিক্যাল সনদ উপস্থাপনের প্রয়োজন নেই। অতিথিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না।
নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করে মালদ্বীপ। তবে গত মাসে ধাপে ধাপে সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটি। গত ৩০ মে মালদ্বীপ পর্যটন বোর্ড জানায়, জুলাই থেকে ভ্রমণে আর বাধা থাকবে না। পর্যটকদের বাড়তি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না। এছাড়া তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড লেইজার



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন
ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬ জন
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট