X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

অক্সফোর্ড ভ্যাকসিনের চূড়ান্ত সাফল্য এখনও অনিশ্চিত: প্রধান গবেষক

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২০, ২০:০৭আপডেট : ২১ জুলাই ২০২০, ২০:০৭
image

ক্লিনিক্যাল ট্রায়ালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি ব্যাপক সফলতা পেলেও এটির চূড়ান্ত সাফল্যের বিষয়টি এখনও অনিশ্চিত। ভ্যাকসিনটির গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট মঙ্গলবার (২১ জুলাই) বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটি বাজারে আনার আগে তিনটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এর কোনও একটির ব্যাঘাত ঘটলেই ভ্যাকসিনটির সাফল্য বিলম্বিত হবে। সারাহ গিলবার্ট

বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় সংক্রমণ এবং মৃত্যু বাড়লেও এই রোগ নির্মূলে এখন পর্যন্ত কোনও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করা যায়নি। বিশ্বজুড়ে প্রায় দেড় শতাধিক গবেষণা চললেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মনে করছে, এই ভ্যাকসিন তৈরির দৌড়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগটি।

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছেন অক্সফোর্ডের গবেষকেরা। প্রথম ধাপে এই ভ্যাকসিনটি এক হাজার ৭৭ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল গত সোমবার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে। ল্যানসেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই ফলাফলে বলা হয়েছে,প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে মানব শরীরের জন্য ভ্যাকসিনটি নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করতে সক্ষম হয়েছে। এই গবেষণা প্রকাশিত হওয়ার পর অনেকেই আশা করছেন চলতি বছরের শেষের দিকে ভ্যাকসিনটি চলে আসতে পারে।

তবে মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে  সেই আশাবাদের বিষয়টি অনিশ্চিত বলে জানালেন গবেষক দলের প্রধান সারাহ গিলবার্ট। তিনি বলেন, ‘এই বছরের মধ্যে ভ্যাকসিনটি সচল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে এটি সম্ভাবনা মাত্র। ভ্যাকসিনটি যে আসবেই তার কোনও নিশ্চয়তা নেই। কারণ এর জন্য আমাদের আরও তিনটি বিষয় ঘটতে হবে।’

সারাহ গিলবার্ট বলেন, প্রথমত শেষ ধাপের ট্রায়ালে এটি কার্যকর প্রমাণিত হতে হবে, দ্বিতীয়ত বিপুল সংখ্যক ভ্যাকসিন উৎপাদন করতে হবে এবং তৃতীয়ত বিপুল সংখ্যক মানুষকে টিকা প্রদানের আগে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে এটি জরুরি ব্যবহারের জন্য দ্রুত অনুমোদন দিতে হবে। এর কোনও এক ধাপে বিলম্ব হলে ভ্যাকসিনটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

বর্তমানে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের এই সম্ভাব্য ভ্যাকসিনটির শেষ ধাপের ট্রায়াল চলছে।  এছাড়া যুক্তরাষ্ট্রেও ট্রায়াল চালানোর আলোচনা চলছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
গাজায় গণহত্যার বিরোধিতা: যুক্তরাজ্যে ৮৩ বছরের ধর্মযাজক গ্রেফতার
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে