X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাজ-ফারিয়াকে নিয়ে সানী সানোয়ারের ডার্ক থ্রিলার

সুধাময় সরকার
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০০

শুটিংয়ে শিশুশিল্পীর সঙ্গে শবনম ফারিয়া ও শরিফুল রাজ ‘মিশন এক্সট্রিম’-খ্যাত প্রোডাকশন হাউজ ‘কপ ক্রিয়েশন’ নির্মাণ করলো তাদের প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’। সদ্য শুটিং শেষ হওয়া এই সিরিজে প্রথমবারের মতো জুটি বাঁধলেন ‘নডরাই’-খ্যাত শরিফুল রাজ এবং ‘দেবী’র শবনম ফারিয়া।
এটিকে সংশ্লিষ্টরা বলছে ডার্ক থ্রিলার সিরিজ। লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনি-চিত্রনাট্যকার সানী সানোয়ার। যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। ওয়েব সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’-এ উন্মুক্ত হবে।
নায়ক শরিফুল রাজ বলেন, “গল্প বলার স্টাইল আর নির্মাণ কৌশলে ‘র’ স্টাইল ফলো করে নির্মিত এই ওয়েব সিরিজটি হতে পারে এদেশের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। আমি আশা করি আমাদের পরিশ্রমের এই ফসল দর্শক হৃদয় জয় করে নিতে সামর্থ্য হবে।’’
অন্যদিকে শবনম ফারিয়া জানান, ‘আমি কখনও ওয়েব সিরিজে কাজ করিনি। এটার গল্প শোনার পর মনে হয়েছে যে, আমি এই গল্পের অংশ হতে চাই।’
হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ। সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোনও ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের।
গল্পটি প্রসঙ্গে এভাবেই প্রাথমিক ধারণা দেন এর নাট্যকার ও অন্যতম নির্মাতা সানী সানোয়ার।
সিরিজের একটি দৃশ্যে মম ও রাজ ‘বিলাপ’-এর আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘ছুঁয়ে দিলে মন’-খ্যাত জাকিয়া বারী মম এবং ‘আয়নাবাজি’র লুৎফর রহমান জর্জকে। বিভিন্ন চরিত্রে আরও থাকছেন রুনা খান, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইন্তেখাব দিনার, জয়রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।
সিরিজটি প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘এর গল্প ধারণা তো বললামই। নতুন তথ্য এটি শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ। যেখানে তিনি জুটি বাঁধলেন শরিফুল রাজের সঙ্গে। দুজনে একসঙ্গে প্রথম। অন্যদিকে সিরিজের অন্য দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্র জাকিয়া বারী মম ও রুনা খানকে পাওয়া যাবে একেবারে ব্যতিক্রমধর্মী চরিত্রে। সিরিজটি প্রকাশের আগে বেশি তথ্য দিতে চাই না। তাতে মজা নষ্ট হয়। এমনকি সেই ভাবনা থেকেই আমরা পুরো সিরিজের শুটিং করেছি বেশ গোপনীয়তার সঙ্গে।’
সিনেমার পর ওয়েব সিরিজ নির্মাণ প্রসঙ্গে আলোচিত এই পুলিশকর্তা-নির্মাতা বলেন, ‘‘বিশ্ব মিডিয়াতে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে। গল্প বলার নান্দনিক ঢং এবং নির্মাণ কৌশলে সিনেম্যাটিক ছাপ থাকার কারণে ওয়েব সিরিজের প্রতি দর্শকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই দর্শক আগ্রহ এবং মার্কেট চাহিদার ওপর ভিত্তি করে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমরা এটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে ‘কপ ক্রিয়েশন’ নিয়মিতভাবে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও নির্মাণ করবে।”
শুটিংয়ে সানী সানোয়ারের (বামে) সঙ্গে শিল্পীরা সিরিজের অন্যতম অভিনেত্রী জাকিয়া বারী মম বলেন, ‘কপ ক্রিয়েশন বরাবরই মৌলিক থ্রিলার গল্প নিয়ে কাজ করে। এক্ষেত্রেও তাই ঘটেছে। আমার ধারণা এই ডার্ক থ্রিলারটি গল্পের বিচারে এদেশের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ হিসেবে দর্শক মনে জায়গা করে নেবে।’
সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেশনস, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার