X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সময় বাড়ানো হলো 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' রেজিস্ট্রেশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২০, ১৭:২৭আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ১৭:২৭

সময় বাড়ানো হলো 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' রেজিস্ট্রেশনের

 

করোনা পরিস্থিতির কারণে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হলো ১৫ অক্টোবর পর্যন্ত। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় থাকলেও তরুণদের সুবিধার কথা বিবেচনায় এনে এই সময় বাড়ানো হয়েছে। সেপ্টেম্বরের ২৫ তারিখে চতুর্থবারের মতো 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' প্রদানের কথা জানায় ইয়াং বাংলা। তরুণদের সর্ববৃহৎ এই প্লাটফর্মের সেক্রেটারিয়েট ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বলা হয়, দেশ গঠনে তরুণ প্রজন্মের সৃজনশীল উদ্যোগগুলোকে স্বাগত জানাতে চতুর্থবারের মতো প্রদান করা হচ্ছে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। এর রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে ৫ অক্টোবরের বদলে ১৫ অক্টোবর করা হয়েছে।

(সিআরআই)-এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার তরুণদের নেতৃত্বে দেশ গঠনে এগিয়ে যাওয়া ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। রেজিস্ট্রেশন শুরু হয় ২৫ সেপ্টেম্বর এবং চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। যাদের বয়স ১৮-৩৫ এর মধ্য এবং তাদের সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদক বিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলার মতো কাজের মাধ্যমে যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন, তারা আবেদন করতে পারবেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য।

১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করা হবে। এর মধ্যে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্ট, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরও বেশ কিছু বিভাগ রয়েছে।

চলতি বছরে কোভিড-১৯ মোকাবিলায় জরুরি কার্যক্রমে সহায়তা করা ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়া সংগঠনগুলো আরও বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদনের মাধ্যমে। পরিবেশ রক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন, তরুণদের জন্য খেলাধুলা ও স্বাস্থ্য চর্চার ব্যবস্থা করা সংগঠনগুলোও আবেদন করতে পারবে।

এ বছর আয়োজনে অংশ নিতে অনলাইনে আবেদন ফরম ছাড়া হয়েছে ২৫ সেপ্টেম্বর। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বরাবরের মতো এবারও ১৮-৩৫ বছর বয়সী বাংলাদেশি তরুণেরা অনলাইনে অবেদন করতে পারবেন http://jbya.youngbangla.org/ লিংকে। রেজিস্ট্রেশনের জন্য আরও বিস্তারিত জানতে পারবেন ইয়াং বাংলার অফিসিয়াল ওয়েব সাইটে http://www.youngbangla.org/ ।

১৫ অক্টোবরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে। পরবর্তীতে এই বাছাইকৃত সংগঠনগুলোর কাজ ও সমাজে তার প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বাছাই করা হবে।

‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা। প্রায় ৫০ হাজারের বেশি সেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩ লাখ।

 


/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি