X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সততার স্বীকৃতি দিতে চায় জ্বালানি বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২১:০৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:০৭

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় কর্মীদের সততার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, বিভাগের সৎ, যোগ্য ও কর্মঠ কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হবে।

জ্বালানি বিভাগের উপসচিব শামীমা ফেরদৌস স্বাক্ষরিত জ্বালানি বিভাগ প্রণীত উত্তম চর্চা তালিকার তিন নম্বরে এই বিধান যুক্ত করা হয়েছে। জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আজই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্দেশনাও জারি করা হয়েছে। জ্বালানি বিভাগের অধীন সব প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

সম্প্রতি নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণে পর গ্যাসের আগুনে ঝলসে ৩৪ মুসল্লির মৃত্যুর পর তিতাসের কর্মকর্তাদের সততা এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর জ্বালানি বিভাগের সমন্বয় সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ প্রত্যেকটি বিতরণ কোম্পানিতে সংকট থাকার কথা জানান। একই বৈঠকে উঠে আসে তিতাস গ্যাস বিতরণ কোম্পানিকে নিয়ে দেওয়া দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সুপারিশের কথা। এই ঘটনার পর জ্বালানি বিভাগ যেন নড়ে চড়ে বসেছে।

সরকারি কর্মকর্তারা চাকরি করবেন, আর এর জন্য নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন, এটি স্বাভাবিক বিষয়। কর্মকর্তারা সবাই সৎভাবে কাজ করবেন চাকরি বিধিতেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এখন আলাদা করে সৎ মানুষ খুঁজে বের করতে হচ্ছে। জ্বালানি বিভাগের অধীন বেশিরভাগ কোম্পানি সরাসারি মানুষের সেবা করে থাকে। বিশেষ করে গ্যাস বিতরণ কোম্পানি গ্যাসের লইন দেওয়া থেকে প্রতি মাসে বিল দিতে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কাজ করে থাকে। সেখানে নানাভাবে অবৈধ সুযোগ নিয়ে অবৈধ বাণিজ্যে জড়িয়ে পড়েন অনেকে। তিতাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যে প্রতিবেদন দিয়েছিল, সেখানে এসব বিষয় উল্লেখ রয়েছে।

সৎ কর্মীদের স্বীকৃতি দেওয়া হলেও অসৎ কর্মীদের বিষয়ে কঠোর কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা অবশ্য এই নির্দেশনায় উল্লেখ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘কাজের স্বীকৃতি পেলে কর্মীরা উৎসাহী হবেন। সৎভাবে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এমন চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

এই নির্দেশনায় প্রিন্টিং সেবা চালু, প্রতিটি বিভাগে লাইব্রেরি স্থাপন, করোনাকালীন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রতিদিন তাপমাত্রা পরিমাপের সিদ্ধান্ত জানানো হয়েছে।

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল