X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাপানে রেকর্ড তুষারপাত, গাড়িতে ঘুমাতে বাধ্য হলেন শত শত চালক

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৯:৪২
image

জাপানের একটি অংশে রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে বৃহস্পতিবার একটি সড়কে গাড়ির মধ্যেই রাত কাটাতে বাধ্য হয়েছেন এক হাজারেরও বেশি চালক। জাপান সাগরের উপকূল দিয়ে যাওয়া টোকিও এবং নিগাতা শহরকে সংযোগ করা সড়কটিতে বুধবার রাতে প্রথমে অল্প কয়েকজন গাড়িচালক আটকে পড়েন। তবে তুষারপাতের পরিমাণ বাড়তে থাকায় বৃহস্পতিবার আটকে পড়া গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। একটা সময়ে আটকে পড়া গাড়ির সারি প্রায় দশ মাইল দীর্ঘ হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানে রেকর্ড তুষারপাত, গাড়িতে ঘুমাতে বাধ্য হলেন শত শত চালক

গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া চালকদের খাবার, কম্বল এবং জ্বালানি তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে দেশটির সেলফ-ডিফেন্স বাহিনী। জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলে ভারি তুষারপাত অব্যাহত থাকতে পারে। চালকদের তুষার ঢাকা সড়ক ও হিমবাহের বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা।

ভারি তুষারপাতের কারণে জাপানের মধ্য ও উত্তরাঞ্চলীয় উপকূলের প্রায় দশ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই ঘটনার জেরে জরুরি বৈঠকে বসেছে দেশটির সরকার। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, গত দিনে নিগাতা এবং গানমা এলাকায় দুই মিটার পর্যন্ত তুষারপাত হয়েছে।

গাড়িতে রাত কাটাতে বাধ্য হওয়া অনেক চালকই অভিযোগ করেছেন, অচলাবস্থা নিরন নিয়ে কোনও তথ্য পাচ্ছেন না তারা। ইয়োশিনবো ওয়াকিয়া নামের এক চালক বলেন, ‘আমার ঘুম হয়নি আর ভীত ছিলাম কারণ পরিস্থিতি নিয়ে আমি কোনও তথ্যই পাচ্ছিলাম না।’ ১৭ ঘণ্টা ধরে আটকে থাকা অপর এক চালক বলেন, ‘ধারণাই করতে পারিনি এতো অল্প সময়ের মধ্যে এতো পরিমাণ তুষারপাত হবে। এটা জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি।’

/জেজে/
সম্পর্কিত
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
ইউক্রেনের টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ: মার্কিন কংগ্রেসে কিশিদা
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি