X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ি পৌর নির্বাচনে ইভিএম নিয়ে শঙ্কা নেই

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১১:২৫আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১১:২৫

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের বাকি আর চার দিন। চলছে জমজমাট প্রচার-প্রচারণা। এবার ভোট হবে ইভিএম দিয়ে। তবে নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে ভোটারদের মধ্যে কোনও শঙ্কা নেই।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদেরকে সচেতন করতে তারা প্রায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কাজ করেছেন। তবে ৩৭ হাজার ভোটারকে কাগজে-কলমে শিক্ষা দেওয়া সহজ কাজ নয়। সবাইকে একসঙ্গে পাওয়াও সম্ভব নয়। তারপরেও এখন পর্যন্ত ৯ ওয়ার্ডে তারা ইভিএম ব্যবহার করার বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন।

৭ নম্বর ওয়ার্ডের মিলনপুর এলাকার ভোটার স্বপন চাকমা, পানখাইয়া পাড়া এলাকার ক্যাজরী মারমা, ৯ নম্বর ওয়ার্ডের এপিবিএন এলাকার ভোটার নাসির উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের রমনিপাড়া এলাকার ভোটার ডিকশন ত্রিপুরা, ২ নম্বর ওয়ার্ডের কুমিল্লাটিলা এলাকার ভোটার সেলিনা পারভিন জানান, নির্বাচনের অফিসের কেউ তাদেরকে ইভিএম সম্পর্কে জানায়নি। তবে স্থানীয় ডিশ লাইনে কীভাবে ইভিএমে ভোট দিতে হবে এ বিষয়ে একটি ভিডিও দেখে তারা কীভাবে ভোট দিতে হবে তা বুঝতে পেরেছেন। তাই ভোট দিতে অসুবিধা হবে না বলে মনে করছেন তারা।

আওয়ামীলীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম জানান, ইভিএম প্রথমবারের মতো খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে ব্যবহার হবে। প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্টদের ইভিএম ব্যবহার সম্পর্কে জানানোর অনুরোধ জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজু আহমেদ জানান, প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ইভিএম ব্যবহার সম্পর্কে প্রচার-প্রচারণার পাশাপাশি স্থানীয় ক্যাবলে সম্প্রচারের মাধ্যম ব্যবহার করে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রতিটি এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চলবে। তিনি সব ভোটারকে প্রয়োজনে স্থানীয় ক্যাবল টিভিতে চোখ রাখার অনুরোধ জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা