X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ’

শেখ শাহরিয়ার জামান
১৯ জানুয়ারি ২০২১, ১৬:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৮:৪১

অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার (২০ জানুয়ারি) শপথগ্রহণ করতে যাচ্ছেন জো বাইডেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতির বিরোধিতাকারী বাইডেন এরইমধ্যে তার পররাষ্ট্রনীতি কেমন হবে, সে সম্পর্কে ধারণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তন, বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থাসহ বেশ কিছু ক্ষেত্রে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনবেন বাইডেন। এর প্রভাব পড়বে সারা বিশ্বে, দক্ষিণ এশিয়া ও বাংলাদেশও এর বাইরে থাকবে না। যদিও দেশের কূটনৈতিক মহল মনে করে, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে বাইডেন সরকারের রাজনৈতিক সম্পর্কে কোনও ধরনের পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনে হয় না। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে। তবে বাংলাদেশ তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে নেই। ওয়াশিংটনের আরও আগ্রহের জায়গা আছে।’

বাইডেনের পররাষ্ট্রনীতির তিনটি মূল ভিত্তি হচ্ছে—মানবাধিকার, আইনের শাসন ও সুশাসন। এই বিষয়গুলো নিয়ে নতুন মার্কিন প্রশাসন অনেক বেশি কথা বলবে বলে জানান শহীদুল হক।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই তিনটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। শুধু তা-ই না, এর ফলে রোহিঙ্গারাও উপকৃত হবেন।’

‘মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত খারাপ, যা জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে।’ এ বিষয়ে বাইডেন এবং তার দল আরও দৃঢ় অবস্থান নেবে জানিয়ে অভিজ্ঞ এই কূটনীতিক বলেন, ‘এর ফলে রোহিঙ্গাদের জন্য আরও কাজ করবে যুক্তরাষ্ট্র।’

বাংলাদেশে উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি গুরুত্ব পেতে পারে জানিয়ে শহীদুল হক বলেন, ‘বাংলাদেশের প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা, উভয় ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে আসছে। নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানগত পরিবর্তনের ওপরে অনেক কিছু নির্ভর করতে পারে।’

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় ভবিষ্যতে কী ধরনের চেহারা নেবে, সেটি চট করে বলা যাবে না।’

তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্রকে সুবিধাজনক অবস্থায় নিয়ে গেছে বলে মনে হয় না। বরং এর ফলে চীনের অবস্থান আরও দৃঢ় হয়েছে।’

চীনের সঙ্গে বৈরী সম্পর্কের প্রভাব মিয়ানমারের ওপরে পড়তে পারে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব বেশি অগ্রসর হবে বলে মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘চীনকে ঘায়েল করার জন্য যদি তিব্বত নিয়ে  যুক্তরাষ্ট্র কোনও পরিকল্পনা গ্রহণ করে, তবে এর প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি