X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তামিম সব সইতে রাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৫

দীর্ঘ ক্যারিয়ারে নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তামিম ইকবালকে। কখনও বিতর্কিত কর্মকাণ্ডে, কখনও আবার ফর্মহীনতায় সমালোচকদের তীরে বিদ্ধ হয়েছেন। গত কিছুদিন বেশি সমালোচনা হচ্ছে তার স্ট্রাইক রেট নিয়ে। পাশাপাশি অধিনায়ক তামিম কেমন করবেন, সেই আলোচনা তো আছেই। বাঁহাতি ওপেনার অবশ্য সব ধরনের সমালোচনার জন্য প্রস্তুত।

গত ৮ মার্চ মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তামিমের কাঁধে তুলে দেওয়া হয় ওয়ানডের নেতৃত্ব। এখনও মাঠে নামা না হলেও নেতৃত্বের চাপ সামলানো নিয়ে অনেক ‘চাপ’ই সইতে হচ্ছে তাকে। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তিনটি ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তামিম। ওই তিন ম্যাচের প্রতিটিতে হেরেছিল বাংলাদেশ। আর ব্যাটসম্যান তামিম করেছিলেন যথাক্রমে ০, ১৯ ও ২।

গত প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতেও তামিমের নেতৃত্বে সাফল্য আসেনি। ফলে আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নামার আগেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে এই ওপেনারকে।

সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের জায়গায় সবকিছু সইতে রাজি তিনি। অতীত উদাহরণ টেনে ওয়ানডে অধিনায়কের বক্তব্য, ‘সত্যি কথা বলতে আমি যত সমালোচনার শিকার হয়েছি, আমার মনে হয় না কোনও ক্রিকেটার এভাবে হয়েছে। আমার সঙ্গে কারণে-অকারণে এমনটা হয়েছে। তবে সেগুলো নিয়ে ভাবছি না। আমি যখন অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছি, তখন আমি নিশ্চিত ছিলাম আমার কাছে অনেক রকম প্রশ্ন আসবে, অনেক সমালোচনা আসবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, নিজের দায়িত্বে ঠিক থাকা। আমি একটাই কথা বলবো আমি সমালোচনার জন্য প্রস্তুত।’

সঙ্গে যোগ করলেন, ‘পাশাপাশি আমি সম্মানিত, রোমাঞ্চিত বোধ করছি। এখন কথা হচ্ছে যখনই আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, তখন চাপ সবসময়ই থাকবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা আপনি কীভাবে মানিয়ে নিচ্ছেন।’

ঘরোয়া ক্রিকেটের দুটি টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানালেন তামিম, ‘এটা একটা ভালো দিক বলতে পারেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরু করার আগে আমি দুটি টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে পেরেছি। মহামারীর কারণে দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু সিরিজ মিস করেছি। দুটো টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। কঠিন ছিল বলে অনেক কিছু শিখতে পেরেছি। যদি ভালো করে থাকি তাহলে সেটা সামনে এগিয়ে নেবো।’

গত কয়েক বছর ধরে নিজের খেলার ধরনে কিছুটা পরিবর্তন এনেছেন তামিম। যার ফলে দেশসেরা ওপেনারের স্ট্রাইক রেট নিচের দিকে নেমে গেছে। তামিমের এমন স্লো ব্যাটিংয়ের কারণে নিচের দিকের ব্যাটসম্যানদের ওপর চাপ পড়ে। ফলে তারাও অস্বস্তি নিয়ে ব্যাটিং করেন। এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্তি প্রকাশ পেলো তামিমের কথায়, ‘প্রত্যেক প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কী করি আমি তা বলবো না। সবচেয়ে ভালো হবে যদি আপনারা পরিসংখ্যান ঘেঁটে দেখেন। এই প্রশ্নের একই উত্তর দিতে আমি আর উপভোগ করছি না। আপনি পরিসংখ্যান দেখলেই এর ভালো উত্তর পেয়ে যাবেন।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক