X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাঘের চামড়াসহ আটক চোরা শিকারি কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৮:২৫আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৮:২৫

বাগেরহাটের শরণখোলা থেকে র‌্যাব ও বন বিভাগের যৌথ অভিযানে বাঘের চামড়াসহ আটক চোরা শিকারি গাউস ফকিরকে (৫২) কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ এর পক্ষ থেকে তাকে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বাঘ হত্যায় বন আইনে মামলা দিয়ে গ্রেফতার চোরা শিকারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পেশাদার চোরা শিকারি গাউস ফকির একটি রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে চামড়া নিয়ে তা বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় রয়েছে, এমন খবর আসে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের কাছে। বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়ার পর র‌্যাব-৮ এ সহযোগিতায় ক্রেতা সেজে গোপনে শনিবার থেকে চার দিন ধরে চোরা শিকারি গাউস ফকিরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিলো।

পরে বাঘের চামড়াটির দরদাম ১৩ লাখ টাকা ঠিক হয়। পরে সুন্দরবন বন বিভাগ ও র‌্যাব সদস্যরা চোরা শিকারি গাউস ফকিরকে বাঘের চামড়া হস্তান্তরের সময় পুরো টাকা পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করে। সে মতে গাউস ফকির মঙ্গলবার রাত ৮টার দিকে একটি বস্তায় বাঘের চামড়াসহ শরণখোলা বাসস্ট্যান্ড সংলগ্ন তেলের পাম্পের কাছে জলিলের ব্রিজের নিচে আসে। এসময়ে সুন্দরবন বন বিভাগ ও র‌্যাবের যৌথ টিমের সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলে বস্তাভর্তি বাঘের চামড়াসহ গাউস ফকিরকে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া বাঘের চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার গাউস ফকির জানায় কয়েক মাস আগে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল নামে অপর এক চোরা শিকারিকে সঙ্গে নিয়ে চামড়া বিক্রি করার জন্য পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে হত্যা করা হয়। বন আইনে বাঘ হত্যা ও বন্যপ্রাণির চামড়া বেচাকনোয় জড়িত থাকার দায়ে গাউস ফকিরের সবোর্চ্চ সাজা ১০ বছর কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা হবে বলে আশা করছে বন বিভাগ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!