X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গৃহহীনদের ঘর উপহার: প্রধানমন্ত্রীকে নাগরিক সমাজের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩০

৬৬ হাজার গৃহহীনকে জমিসহ ঘর নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে দেশের বিশিষ্ট কয়েকজন নাগরিক। তারা এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

রবিবার (২৪ জানুয়ারি) বিকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে শনিবার (২৩ জানুয়ারি) সরকারি উদ্যোগে তৈরি ঘরের চাবি হস্তান্তর করেছে। বিশেষ করে, এই করোনা মহামারির সময়ে যেখানে অতি দরিদ্র ভূমিহীন মানুষের হার ২০১৮ সালের ২৪.৫০%-এর তুলনায় ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে বেড়ে ৪৫.৩০%-এ দাঁড়িয়েছে, এই সময়ে সরকারি উদ্যোগে ভূমিহীন ও গৃহহীনদের বসতভিটাসহ গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ।’

‘আমাদের মহান ৭২-এর সংবিধানে গৃহহীনদের জন্য গৃহ একটি মৌলিক অধিকার। সুতরাং, এই উদ্যোগ ৭২-এর সংবিধানের মৌলিক নির্দেশনা বাস্তবায়নের একটি প্রাথমিক উদ্যোগ হিসেবে গণ্য হতে পারে’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আরও বলা হয়, ‘বর্তমান সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, এই সময়ে সারা দেশে মোট আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে বসতবাড়ি করে দেওয়া হবে।’

নাগরিক সমাজের পক্ষ থেকে বিবৃতিতে এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ করা হয়। বলা হয়, ‘এসব দরিদ্র পরিবারের মাঝে বসতবাড়ি বণ্টনের ক্ষেত্রে যেন কোনও স্বজনপ্রীতি বা অনিয়ম না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সরকার প্রধানের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন—অধ্যাপক ড. আজিজুর রহমান, পঙ্কজ ভট্টাচার্য, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, রাশেদা কে চৌধুরী, অধ্যাপক এম এম আকাশ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, অ্যাডভোকেট এসএমএ সবুর, খুশী কবির,  রোকেয়া কবির, এমএ সামাদ, রাজিয়া সামাদ, আব্দুল মোনায়েম নেহেরু, ডা. মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট অশোক সরকার, অধ্যক্ষ সারওয়ার মানিক, নূরুর রহমান সেলিম, ডা. অসিত বরণ রায়, ডা. বাহারুল আলম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, জয়ন্তী রায়, মফিজুল ইসলাম খান কামাল।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!