X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

স্ত্রী ও অনাগত সন্তান হারালেন গোলকিপার সারোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২২:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:০৫

অনাগত সন্তানের অপেক্ষায় ছিলেন গোলকিপার সারোয়ার জাহান ও আশরাফুন্নাহার দম্পতি। কিন্তু হঠাৎ কী থেকে কী হয়ে গেল! মারা গেছেন সারোয়ারের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। অনাগত সন্তান ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শেখ রাসেল গোলকিপার।

পাঁচ বছর আগে আশরাফুন্নাহারকে বিয়ে করে ঘরে তুলেছিলেন সারোয়ার। দুই মৌসুম ধরে শেখ রাসেলের গোলবার সামলানো ৩২ বছর বয়সী ফুটবলার থাকতে পারেননি স্ত্রীর পাশে। প্রিমিয়ার ফুটবল লিগ খেলার জন্য দলের সঙ্গে অনুশীলনে ছিলেন তিনি। গত শনিবার সন্ধ্যায় স্ত্রী-ই তাকে ফোনে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন। রাতেই চাপাইনবাবগঞ্জের ক্লিনিক হয়ে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু সেখান থেকে আর ফেরানো যায়নি। রাত আড়াইটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রবিবার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ির বাসুদেবপুরে দাফন করা হয়েছে সারোয়ারের স্ত্রীকে। শোকাচ্ছন্ন সারোয়ার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘প্রিয়জন হারানোর শোক বলে বোঝাতে পারবো না। এখন সবকিছু শূন্য মনে হচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না।’

এরপর তিনি বললেন, “তিন মাসের গর্ভবতী ছিল ও। গত পরশু সন্ধ্যায় ফোন দিয়ে বললো, ‘আমি মাথা ঘুরে পড়ে গেছি। আমার খারাপ লাগছে।’ আমি ডাক্তার দেখাতে বললাম। ফোনে ফোনে যোগাযোগ রাখছিলাম। তারপর তো রাতের ট্রেনে সকালে সেখানে পৌঁছে দেখি সবকিছু শেষ। মৃত্যুর সময়ে তার পাশে থাকা হলো না।”

স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়ে সারোয়ারের পরিবারে গভীর শোক। সেনাবাহিনীতে চাকরি করার পর মোহামেডান দিয়ে তার ঘরোয়া ফুটবলে ক্যারিয়ার শুরু। এখন খেলছেন শেখ রাসেলে।

সারোয়ারের সঙ্গে শোকাহত ফুটবলাররাও। জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘সারোয়ার আমাদের কাছে বলে বাড়িতে গেল। বললো স্ত্রী অনেক অসুস্থ। তার স্ত্রী ও অনাগত সন্তানের মৃত্যুর খবর শুনে আমাদের সবারই খারাপ লাগছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি